6.8 C
London
April 29, 2024
TV3 BANGLA
Property Mortgage with BENECOযুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বিলেতে বাড়ি কেনাবেচাঃ  বিল্ড টু রেন্ট প্রপার্টি 

মোস্তাফিজুর রহমান

বিল্ড টু রেন্ট প্রপার্টি হল ট্যানেন্ট এর চাহিদা মোতাবেক ল্যান্ডলর্ড প্রপার্টির বিভিন্ন অবকাঠামোগত পরিবর্তন এবং সুযোগ সুবিধা সংযুক্ত করবেঅর্থাৎ ট্যানেন্টদের চাহিদার উপর ভিত্তি করে এই প্রপার্টির ডিজাইন, তৈরি এবং ব্যবস্থাপনা করা হয়বিল্ড টু রেন্ট এর বিভিন্ন পরিবর্তন এবং বিলাসবহুল সুযোগ সুবিধা মধ্যে রয়েছেজিম, পুল, থিয়েটার রুম, বাগান, ক্যাফে ইত্যাদি।  

২০১২ সালে লন্ডন অলিম্পিক এর সময় গ্রেট ব্রিটেনে বিল্ড টু রেন্ট ধারনাটি চালু হয়সেই সময়  সরকারের হোম বিল্ড ফান্ড এর মাধ্যমে খেলোয়াড় এবং পর্যটকদের চাহিদা মোতাবেক বেশকিছু বিল্ড টু রেন্ট প্রপার্টি তৈরি করা হয়এরপর প্রতি বছরেই বিল্ড টু রেন্ট প্রপার্টির সংখ্যা বৃদ্ধি পেয়েছেএকটি এস্টেট এজেন্ট কোম্পানির জরিপ অনুযায়ী কেবলমাত্র ২০২১ সালে ২৩৭,০০০ টি বিল্ড টু রেন্ট প্রপার্টি তৈরি সম্পন্ন হয়েছে।  

শুরুর দিকে কেবলমাত্র লন্ডন শহরে বিল্ড টু রেন্ট প্রপার্টি তৈরি সীমাবদ্ধ থাকলেও বর্তমানে বিলেতের বিভিন্ন শহরে বিল্ড টু রেন্ট প্রপার্টি তৈরি হচ্ছেবর্তমানে বেশকিছু লোকাল অথরিটি বিল্ড টু রেন্ট প্রপার্টি তৈরির কার্যক্রম শুরু করেছে।  

বিল্ড টু রেন্ট প্রপার্টির বৈশিষ্ট্য  

  • বিল্ড টু রেন্ট প্রপার্টি সাধারণত ফ্লাট / এপার্টমেন্ট হয়ে থাকে।  
  • বিল্ড টু রেন্ট প্রপার্টিসমূহ সাধারণত ইনভেস্টমেন্ট কোম্পানি এবং প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানির মালিকানাধীন থাকে 
  • একটি বিল্ড টু রেন্ট প্রপার্টি এলাকায় ১০০ থেকে ৩০০টি  ফ্লাট থাকতে পারে।  
  • সাধারণত পেশাদার ব্যক্তিরা বিল্ড টু রেন্ট প্রপার্টি ভাড়া নিয়ে থাকে।  
  • থেকে বছরের দীর্ঘ মেয়াদে বিল্ড টু রেন্ট প্রপার্টি ভাড়া নেয়া যায়।  
  • ট্যানেন্টদের চাহিদার উপর ভিত্তি করে বিল্ড টু রেন্ট প্রপার্টির ডিজাইন, তৈরি এবং ব্যবস্থাপনা করা হয় 
  • বিল্ড টু রেন্ট প্রপার্টিতে বিভিন্ন বিলাসবহুল সুযোগ সুবিধা থাকে, যা রেন্ট এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে।  
  • বিল্ড টু রেন্ট প্রপার্টির বিভিন্ন বিলাসবহুল সুযোগ সুবিধা মধ্যে রয়েছেআধুনিক আসবাবপত্র, জিম, সিনেমা হল, কমিউনিটি জোন, বাগান, রুম সার্ভিস ইত্যাদি ।  
  • যেহেতু এই প্রপার্টি দীর্ঘ মেয়াদে ভাড়া দেয়া হয়, তাই এই প্রপার্টির ল্যান্ডলর্ডরা নিয়মিত ভাড়া পেয়ে থাকে এবং প্রপার্টি খালি পরে থাকার সুযোগ কম থাকে।  
  • বিল্ড টু রেন্ট প্রপার্টির ট্যানেন্টরা একটি সামাজিক পরিবেশ পাওয়ার পাশাপাশি, হোটেলের মত সকল রকম সুযোগ সুবিধা পান।  

 

বিল্ড টু রেন্ট প্রপার্টির তৈরির জন্য লোন 

কোম্পানি গঠন করে বিল্ড টু রেন্ট প্রপার্টির জন্য লোন নিতে হবেএই প্রপার্টি তৈরির জন্য লোন নেবার প্রক্রিয়া অনেকটা সেলফ বিল্ড মর্গেজ এর মততাই বিল্ড টু রেন্ট প্রপার্টি তৈরির সিদ্ধান্ত নেবার পর একজন অভিজ্ঞ মর্গেজ অ্যাডভাইজর এর সাথে পরামর্শ করুনকারণ একজন মর্গেজ অ্যাডভাইজর আপনার সার্বিক অবস্থা বিবেচনা করে, আপনাকে সঠিক পরামর্শ দিবে 

 

প্রপার্টি মার্কেট এবং মর্গেজ সম্পর্কে আপনাদের কোন মতামত বা জিজ্ঞাসা থাকলে নিন্মের ই-মেইল অথবা টেলিফোন নম্বরে যোগাযোগ করতে পারেন 

Email: info@benecofinance.co.uk  

Tel: 02080502478 

আরো পড়ুন

লকডাউন জরিমানা চালিয়ে যেতে পুলিশকে নির্দেশনা প্রীতি প্যাটেলের

ইংলিশদের চেয়ে কম বয়সে বিনামূল্যে বাস ভ্রমণ করতে পারে স্কটিশ-ওয়েলসরা

অনলাইন ডেস্ক

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে পূর্ব লিসেস্টারের বিশৃঙ্খলা, গ্রেফতার ২

অনলাইন ডেস্ক