TV3 BANGLA
ফিচার

বিল গেটস এবার হিন্দি টিভি সিরিয়ালে

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, যিনি বিশ্বের শীর্ষ ধনীদের একজন। ‘কিউঁকি সাস ভি কভি বহু থি ২’ হিন্দি টিভি সিরিয়ালে ভিডিও কলের মাধ্যমে তিনি অতিথি হিসেবে অংশ নেবেন।

মাইক্রোসফট থেকে অবসর নিলেও তিনি নিজের প্রতিষ্ঠিত ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বজুড়ে উদ্ভাবন ও গবেষণার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

‘কিউঁকি সাস ভি কভি বহু থি ২’ সিরিয়ালের নতুন প্রকাশিত প্রোমোতে ইতিমধ্যেই তার কণ্ঠ শোনা গেছে।

ভারতের সাবেক মন্ত্রী ও অভিনেত্রী স্মৃতি ইরানি এই সিরিয়ালকে স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা প্রচারের একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছেন। তিনি জানিয়েছেন, এটি ভারতীয় বিনোদন জগতের একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ দীর্ঘদিন ধরেই নারী ও শিশুদের স্বাস্থ্য মূলধারার আলোচনার বাইরে ছিল। এই উদ্যোগ সেই পরিস্থিতি পরিবর্তনে একটি শক্তিশালী পদক্ষেপ বলে মনে করছেন তিনি।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বিল গেটস তিনটি পর্বে ভিডিও কলের মাধ্যমে সিরিয়ালে অংশ নেবেন। সিরিয়ালের প্রোমোতে ইতিমধ্যেই এটি ইঙ্গিত করা হয়েছে। প্রোমোতে লেখা আছে, ‘কে এই মেহমান, যার সঙ্গে দেখা করার জন্য সবাই অপেক্ষা করছে?’

‘কিউঁকি সাস ভি কভি বহু থি ২’ সিরিয়ালের নতুন পর্বগুলোতে অন্তঃসত্ত্বা নারী ও নবজাতকের স্বাস্থ্য সচেতনতা বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সক্রিয়ভাবে এসব বিষয়ে কাজ করছে। ধারণা করা হচ্ছে, এই কারণেই বিল গেটস সিরিয়ালটিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশিদের জন্য দরজা খুলেছে যেসব দেশ

ব্যবসার প্রসারে বিভিন্ন দেশের সরকারকে হাত করেছে উবার!

দেশে ৯ মাসে ১৫৪ সাংবাদিক নির্যাতনের শিকার, গুলিতে নিহত ১

অনলাইন ডেস্ক