বিশ্বের বিশেষ ৩০ জন দুর্নীতিবাজ রাজনৈতিক ব্যক্তিত্ব, মানবাধিকার লঙ্ঘনকারী এবং সংঘাত-সম্পর্কিত যৌন সহিংসতার অপরাধীর ওপর শুক্রবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। খবর রয়টার্সের।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমাদের অন্যতম মৌলিক অধিকারের জঘন্য লঙ্ঘনের পেছনে যারা রয়েছে তাদের উন্মোচন করতে আজ আমাদের নিষেধাজ্ঞাগুলো আরো অগ্রসর হলো।
জানা যায়, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে এই নিষেধাজ্ঞাগুলো সমন্বিত করা হয়েছে। বন্দিদের নির্যাতন এবং বেসামরিক নাগরিকদের ধর্ষণের জন্য সৈন্য মোতায়েনের মতো কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তারা ১১টি দেশের বিভিন্ন ব্যক্তিকে এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করেছে, যার মধ্যে রয়েছে :
- ইরানের বিচার বিভাগ এবং কারাগারব্যবস্থার সঙ্গে যুক্ত ১০ জন ইরানি কর্মকর্তা।
- মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে জড়িত ব্যক্তিরা।
- ৯০তম ট্যাংক ডিভিশনের কমান্ডার হিসেবে ভূমিকার জন্য রাশিয়ান কর্নেল ইবাতুল।
- ম্যাকিনা লিবারেশন ফ্রন্ট নামে পরিচিত মালির কাতিবা ম্যাকিনা গোষ্ঠী। ব্রিটেন জানিয়েছে, তারা যৌন সহিংসতার সঙ্গে যুক্ত।
- দক্ষিণ সুদানের কর্মকর্তারা, যারা যৌন সহিংসতার সঙ্গে যুক্ত বলে জানিয়েছে ব্রিটেন।
৯ ডিসেম্বর ২০২২
নিউজ ডেস্ক