8 C
London
February 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফয়েজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক এস. এম. এ. ফয়েজকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আইন, ১৯৭৩ এর ৪ (১) (এ) ও ৪ (৩) ধারা অনুযায়ী আগামী চার বছরের তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে।

মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে এই নিয়োগাদেশ কার্যকর হবে।

এতে আরও জানানো হয়, অধ্যাপক ফয়েজ প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

এম.কে
০৫ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করল র‌্যাবের হেলিকপ্টার

ভারত সম্ভবত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে নাঃ ইকোনমিক টাইমস

পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান