20.7 C
London
August 2, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বিশ্বের ১০টি শক্তিশালী মুদ্রার তালিকা প্রকাশঃ ব্রিটিশ পাউন্ড শীর্ষ তিনে নেই

বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার নতুন তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে ব্রিটিশ পাউন্ড শীর্ষ তিনে জায়গা করতে পারেনি। এই র‍্যাঙ্কিং মুদ্রার মান নির্ধারণে বৈদেশিক মুদ্রা বাজারের সরবরাহ ও চাহিদার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।

মুদ্রার শক্তি নির্ভর করে বিভিন্ন বিষয়ের ওপর – সুদের হার, মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক কর্মক্ষমতা ও রাজনৈতিক স্থিতিশীলতা। চাহিদা যত বেশি, মুদ্রার মান তত বাড়ে। বিপরীতে আমদানি বা বিদেশি মুদ্রার ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পেলে স্থানীয় মুদ্রার মান কমে যায়।

বিশ্বের সবচেয়ে বেশি লেনদেন হওয়া মুদ্রা মার্কিন ডলার (US Dollar) আশ্চর্যজনকভাবে এই তালিকায় ১০ম স্থানে রয়েছে। ডলার পণ্য মূল্য নির্ধারণ এবং বৈদেশিক রিজার্ভের অন্যতম প্রধান মুদ্রা হলেও সরবরাহ ও চাহিদার ভারসাম্যের কারণে তালিকার শেষে অবস্থান করছে।

ইউরোপের একীভূত মুদ্রা ইউরো (Euro)-ও রিজার্ভ মুদ্রা হিসেবে শক্তিশালী হলেও ২০টি সদস্য দেশের ভিন্ন অর্থনৈতিক নীতির প্রভাবে এর অবস্থানও চ্যালেঞ্জের মুখে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি ও মূল্য স্থিতিশীলতা নিয়ন্ত্রণ করলেও বাজারের ওঠানামা ইউরোর শক্তিতে প্রভাব ফেলে।

বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য মুদ্রা হিসেবে বিবেচিত সুইস ফ্রাঁ (Swiss Franc) স্থিতিশীলতা বজায় রেখেছে সুইস ন্যাশনাল ব্যাংকের দক্ষ নীতির কারণে। এটি সুইজারল্যান্ডের পাশাপাশি লিখটেনস্টাইন ও ইতালির এক্সক্লেভ ক্যাম্পিওনে দ’ইতালিয়াতেও ব্যবহৃত হয়।

এছাড়া কেম্যান দ্বীপপুঞ্জের ডলার (Cayman Islands Dollar) শক্তিশালী মুদ্রার তালিকায় এগিয়ে রয়েছে। করমুক্ত নীতি, শক্তিশালী ব্যাংকিং অবকাঠামো এবং আন্তর্জাতিক বিনিয়োগের কারণে এই মুদ্রার মান স্থিতিশীল রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক বিনিয়োগ প্রবাহ ও প্রযুক্তিগত পরিবর্তন ভবিষ্যতে মুদ্রার শক্তির ভারসাম্য আরও পরিবর্তন করতে পারে।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে
০২ আগস্ট ২০২৫

আরো পড়ুন

লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেল হাছান মাহমুদকে

ভুয়া অভিবাসন পরামর্শদাতাদের বিরুদ্ধে যুক্তরাজ্যে কঠোর ব্যবস্থা

ভুয়া পাসপোর্টে ব্রিটেনে ঢোকার চেষ্টাঃ ম্যানচেস্টারে ভয়ংকর ইরানি পাচার চক্র ভেঙে দিল পুলিশ