3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাকি বিশ্বশীর্ষ খবর

বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ২৬ লাখ

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১১ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৮০৯ জন এবং মারা গেছে ২৫ লাখ ৯৯ হাজার ১৯৮ জন।

 

বিশ্বের বিভিন্ন পরিসংখ্যান প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডয়োমিটারের হিসেব অনুযায়ী এই তথ্য পাওয়া যায়। বলা হয়, বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে ৯ কোটি ২৬ লাখ ৪৫ হাজার সাতশ ৮৫ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ১৮ লাখ ২৩ হাজার আটশ ২৬ জন।

 

সারাবিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮৯ হাজার তিনশ নয় জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

 

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৯৬ লাখ ৫৩ হাজার আটশ ৯১ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৩৭ হাজার একশ ৯৩ জন ।

 

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ভারত, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক ও জার্মানি।

 

৭ মার্চ ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আরব আমিরাতের

মিডিয়া মোগল রুপার্ট মারডকের নতুন প্রেম

ইটালির আশ্রয়কেন্দ্রে বিস্ফোরণে আহত ৩১