TV3 BANGLA
বাংলাদেশ

বিসিবি নির্বাচনে হুমকির অভিযোগ, তামিমের মন্তব্য ‘আমি ক্রিকেটার, সন্ত্রাসী নই’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে উত্তাপ বেড়েই চলেছে। সভাপতি পদে লড়াই হতে পারে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের মধ্যে। নির্বাচনের আগে অজ্ঞাত ফোন থেকে হুমকি পাওয়া অভিযোগ করেছেন বুলবুল।

বুলবুল জানান, বৃহস্পতিবার তাকে ফোন করে নির্বাচনে অংশ না নেওয়ার আহবান জানানো হয়েছিল। নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে বিসিবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গানম্যান চেয়ে চিঠি পাঠায়। তবে চিঠিতে সরাসরি হুমকির উল্লেখ করা হয়নি। পরে বুলবুল এক বেসরকারি চ্যানেলে বলেন, অজ্ঞাত নম্বর থেকে তাকে ফোনে বলা হয়েছে, নির্বাচনে অংশ না নিলে ভালো হয়।

এই অভিযোগকে ঘিরে টকশোতে মন্তব্য করেছেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘আমি এটা খুব বেশি ফলো করিনি। তবে যদি সত্যিই হয়ে থাকে, খুবই দুঃখজনক। আমি ক্রিকেটার, সন্ত্রাসী নই। বিষয়টি স্পষ্টভাবে উন্মুক্ত হওয়া উচিত।’ তিনি আরও বলেন, কল আসলে নম্বর থাকা উচিত এবং তা আইনের মাধ্যমে তদন্ত করা সম্ভব। লুকোচুরি না করে বিষয়টি পরিষ্কার করা জরুরি।

তামিম ও বুলবুলের স্বভাবগত পার্থক্যও নির্বাচনী প্রেক্ষাপটে আলোচিত। বুলবুল স্বল্পভাষী ও খোশমেজাজী, যেখানে তামিম উগ্র মেজাজি হিসেবে পরিচিত। তাছাড়া বুলবুল দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে ক্রিকেট ছড়িয়ে দেয়ার কাজে নিয়োজিত ছিলেন এবং আইসিসির সঙ্গে কাজ করেছেন।

বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সভাপতি ও পরিচালক পদে লড়াইয়ে নামার ইচ্ছা প্রকাশ করেছেন তামিম ইকবাল, সাবেক সভাপতি ফারুক আহমেদ ও আরও কয়েকজন। নির্বাচনের আগে বুলবুলের হুমকির অভিযোগ এই উত্তাপ আরও বাড়িয়েছে।

উল্লেখ্য যে, টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তামিম ইকবালের পরিবার ও তার পারিবারিক স্বার্থ নিয়ে নানা অভিযোগও উঠেছে। বলা হয়, তার পরিবার গত ১৭ বছরে সরকারি নানা সুবিধা ভোগ করেছে। তার ভাই নাফিস ইকবাল বিসিবিতে দায়িত্বে ছিলেন এবং চাচা আকরাম খানও সুযোগ সুবিধা ভোগ করেছেন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৮ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

৭ রাষ্ট্রদূত-হাইকমিশনারসহ ১২ কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ

অনেকের জীবনের হুমকি আছে, আমরা তাদের আশ্রয় দিয়েছিঃসেনাপ্রধান

৩২ নম্বর থেকে ‘হাড়গোড়’ পাওয়া গেছে, জানালো সিআইডি