TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বৃটেনের রাস্তায় রুঢ় আচরণের শিকার ঋষি সুনাক

৪২ বছর বয়সী সুয়েলা ব্রেভারম্যান এর আগেও লিজ ট্রাস মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে পালন করেছিলেন। ট্রাসপন্থী এই নেত্রীর বিরুদ্ধে সরকারি তথ্য ফাঁসের অভিযোগ উঠেছিল। তাকে ফের মন্ত্রিসভায় ফেরানোয় ঋষি সুনাকের সেই পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে। সুয়েলা ব্রেভারম্যান ইমিগ্র‍্যান্ট বিরোধী হিসেবে সর্বমহলে পরিচিত। ঋষি সুনাক সরকারের বিভিন্ন ইমিগ্রেশন বিরোধী বিল বর্তমান সরকারকে তীব্র বিষোদগারের মধ্যে ফেলেছে।
আজ দুপুরে যুক্তরাজ্যের এসেক্সের রাস্তায় ঋষি সুনাক ও স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান স্থানীয় প্রশাসনের বিভিন্ন প্রজেক্ট ঘুরতে বের গিয়েছিলেন। তারা যখন পুলিশ বাহিনীর সদস্যের সাথে রাস্তায় বের হয়েছিলেন তখন অনেকে তাদের উদ্দেশ্যে মন্তব্য ছুঁড়ে দেয়।
একজন এংলো বৃটিশ মহিলা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ইমিগ্র‍্যান্টরা এই দেশের জন্য দীর্ঘদিন হতে কাজ করে যাচ্ছে। তা কি করে তোমরা ভুলে যেতে পারো? কেন তাদের উপর তোমাদের এতো রুঢ় আচরণ?  ইমিগ্র‍্যান্ট ছাড়া এই দেশ কখনও পরিচালিত হতে পারবে না। নিজের অতীত ভুলে যেও না।
স্থানীয় মহিলা ও অন্যান্য ব্যক্তিদের এহেন আচরণে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয় কনজারভেটিভ সরকারের দুই প্রধান নেতা।

আরো পড়ুন

যুক্তরাজ্যে নতুন রেস্টুরেন্টে নেই কোনও টেবিল — খাবার দেওয়া হচ্ছে সোজা মেঝেতেই

লন্ডনে ছাগলের মাংসের মোড়কে কুকুরের মাংস, রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা

ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে যেসব পরামর্শ দিয়েছে ব্রিটিশ সরকার

নিউজ ডেস্ক