4.2 C
London
February 8, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বোরিস জনসন ইতিহাসের অন্যতম ক্ষতিকর প্রধানমন্ত্রীঃ রিফর্ম ইউকে চেয়ারম্যান

রিফর্ম ইউকে দলের চেয়ারম্যান জিয়া ইউসুফ বলেছেন, বোরিস জনসন যুক্তরাজ্যের ইতিহাসে অন্যতম ক্ষতিকর প্রধানমন্ত্রী ছিলেন। জনসনের আমলে নিট অভিবাসন বৃদ্ধি, ব্রেক্সিটের জন্য ভোট দেওয়া সকলের প্রতি সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা ছিল।

BBC Radio 4-এর Political Thinking পডকাস্টে নিক রবিনসনের সঙ্গে এক সাক্ষাৎকারে জিয়া ইউসুফ বলেন, জনসন রিফর্ম পার্টিতে স্বাগত নন।

তিনি বলেন,” ইতিহাস জনসনকে এই দেশের অন্যতম ক্ষতিকর প্রধানমন্ত্রী হিসেবে বিচার করবে।”

তিনি আরও বলেন, “জনসন সরকারি ব্যয়কে সোভিয়েত ইউনিয়নের স্তরে নিয়ে গিয়েছিলেন। তার মধ্যে কোনো কনজারভেটিভ নীতি ছিল না।”

তবে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান রিফর্ম ইউকে-তে যোগ দিলে তাকে স্বাগত জানানো হবে, বলেন ইউসুফ।

তিনি জানান, ব্র্যাভারম্যানের সঙ্গে তার একাধিক বৈঠক হয়েছে এবং কনজারভেটিভ দল তাকে ‘বহিষ্কৃত’ ও ‘একঘরে’ করে দিয়েছে।

রিফর্ম ইউকে আগামী সাধারণ নির্বাচনে ৩৫০ থেকে ৪০০ আসন জয়ের প্রত্যাশা করছে।

এই সপ্তাহের শুরুতে YouGov-এর এক জনমত জরিপে প্রথমবারের মতো রিফর্ম ইউকে শীর্ষে উঠে এসেছে।

জরিপে:

রিফর্ম ইউকে পেয়েছে ২৫% সমর্থন

লেবার পার্টি পেয়েছে ২৪%

কনজারভেটিভ পার্টি পেয়েছে ২১%

পরবর্তী সাধারণ নির্বাচন আগস্ট ২০২৯-এর আগে অনুষ্ঠিত হতে হবে।

২০২৪ সালের জুলাই মাসের নির্বাচনে রিফর্ম ইউকে ৫টি সংসদীয় আসন জিতেছিল এবং ৯৮টি আসনে দ্বিতীয় হয়েছিল।

YouGov-এর এই ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে রিফর্ম ইউকে এখন কনজারভেটিভদের সঙ্গে সমান জনপ্রিয়তা অর্জন করেছে, এমনকি কিছু ক্ষেত্রে তাদের ছাড়িয়ে গেছে।

দলটির নেতা নাইজেল ফারাজ ২০২৪ সালের ডিসেম্বর মাসে ডোনাল্ড ট্র‍্যাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেন।

এই প্রসঙ্গে ইউসুফ বলেন, “আমি মাস্কের রিফর্ম পার্টিকে দিতে চাওয়া ফান্ডের ব্যাপারে উদ্বেগ বুঝতে পারছি। তবে আমরা নিয়ম মেনেই চলব। আমাদের দল কোনো চাপ সৃষ্টিকারী সংগঠন নয়, আমরা জিততে এসেছি।”

এ প্রশ্নের উত্তরে ইউসুফ বলেন, “কে জানে এলন মাস্ক ফান্ড দেবেন কিনা না? কিন্তু যদি তিনি নিয়মের মধ্যে থেকে দান করেন এবং তা আমাদের জয়ে সহায়ক হয়, তবে কেন নয়?”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০৮ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে মূল্যস্ফীতি: বেড়েছে পুরোনো গাড়ি ও খাদ্যদ্রব্যের দাম

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যকে ‘বিশ্বাসঘাতক’ বলছেন আফগান যোদ্ধারা

ইউকে জুড়ে ব্ল্যাকআউট: জেনে নিন আপনার বাড়িতে কখন বিদ্যুৎ থাকবে না

অনলাইন ডেস্ক