18.1 C
London
September 18, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্যাংকের ভুলে কিছু সময়ের জন্য কোটিপতি হয়েছিলেন পপলারের এক বাসিন্দা

ব্যাংক অ্যাকাউন্টে পড়ে ছিল মোটে ১ পাউন্ড, আচমকা হয়ে গেল ১ লাখ ২২ হাজার পাউন্ড! শুনে ম্যাজিক মনে হলেও এমন ঘটনা ঘটছে যুক্তরাজ্যের এক ব্যক্তির সঙ্গে। ৪১ বছরের ওই ব্যক্তির নাম আরসালান খান। তিনি ব্রিটেনের পপলার এলাকার বাসিন্দা।

সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়, আরসালানের অ্যাকাউন্টে ১ পাউন্ড ছিল। এর পর আচমকা ১ লাখ ২২ হাজার পাউন্ড অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা ঢোকে তার সেভিংস অ্যাকাউন্টে। ব্যাংকের পক্ষ থেকেও জানানো হয়েছিল ওই টাকা তারই। এরপর কীভবে অর্থ খরচ করবেন তার পরিকল্পনাও করে ফেলেছিলেন আরসালান। যদিও এর পরেই মন খারাপের পালা। ব্যাংক কর্তৃপক্ষ যোগাযোগ করে গ্রাহকের সঙ্গে। ভুল হয়েছে জানিয়ে আরসালানকে টাকা ফেরত দিতে বলে।

এমন ঘটনায় মন ভাঙলেও ব্যাংক কর্তৃপক্ষের নির্দেশমতো টাকা ফিরিয়ে দেন ওই ব্যক্তি। আরসালান বলেন, ‘অ্যাকাউন্টে কোটি টাকা ঢোকার খবর চেপে যেতে পারতাম আমি। অন্য অ্যাকাউন্টে টাকা সরিয়ে নিতে পারতাম। ওই টাকা পেলে আমার জীবন অনেকটাই নিশ্চিন্ত হতো। কিন্তু তা সম্ভব হয়নি। টাকা ফিরিয়ে দিয়েছি। পুরো বিষয়টাই যেন স্বপ্ন ছিল!’

এদিকে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের নিকট হতে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এম.কে
১৮ অক্টোবর ২০২৩

 

আরো পড়ুন

নিউহ্যামে ছুরিকাঘাতে বৃদ্ধা নিহত

যুক্তরাজ্যে ধর্মঘট নিয়ে এনএইচএস প্রধানের কপালে চিন্তার ভাঁজ

চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে রেকর্ডসংখ্যক আগমনঃ হোম অফিসের দাবির বিরুদ্ধে প্রশ্ন তুলছে বিশেষজ্ঞরা