যুক্তরাজ্যের ইন্টারনেট সরবরাহকারীদেরকে স্বল্প আয়ের পরিবারগুলোকে তাদের ব্রডব্যান্ড বিল বাঁচাতে সহায়তা করার পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে অফকম। জানা যায়, কেবলমাত্র এক শতাংশই ডিসকাউন্ট ডিলের সুবিধা নিয়েছেন৷
জীবনযাত্রার সংকট তীব্র হওয়ার সাথে সাথে এবং জাতি আগামী মাসে আসন্ন সমস্ত পরিবর্তনের সম্পূর্ণ প্রভাবের চাপ কমাতে ব্রডব্যান্ড প্রদানকারীদের বিশেষভাবে ছাড়যুক্ত প্যাকেজগুলি প্রবর্তন করার আহ্বান জানিয়েছে ‘অফকম’৷
নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, প্যাকেজগুলো ‘সামাজিক শুল্ক’ নামে পরিচিত। বর্তমানে ইউনিভার্সাল ক্রেডিট প্রাপ্তির জন্য প্রায় ৪.২ মিলিয়ন পরিবারের কাছে উপলব্ধ, তবে মাত্র ৫৫ হাজার পরিবার অর্থাৎ ১.২ শতাংশ – ডিলের সুবিধা নিয়েছে।
অফকম বলেছে, ফলস্বরূপ, লক্ষাধিক নিম্ন-আয়ের পরিবার প্রত্যেকে ১৪৪ পাউন্ডের গড় বার্ষিক ব্রডব্যান্ড সঞ্চয় হারিয়েছে।
এই তথ্য সামাজিক শুল্কসহ প্রদানকারীদের আরও ব্যাপকভাবে প্রচার করার জন্য বলা হয়েছে। অন্যান্য সংস্থাগুলিকে দ্রুত এবং সহজ সাইন-আপ বিকল্পগুলির সাথে পরিচিত করার জন্য আহ্বান জানিয়েছে অফকম, যাতে আরও বেশি লোক সঞ্চয়ের সুবিধা নিতে পারে।
১২ মার্চ ২০২২
এনএইচ