13.5 C
London
March 31, 2025
TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

ব্রাজিলের খেলোয়াড় পা ভেঙ্গে দিলেন আর্জেন্টিনার খেলোয়াড়ের

ব্রাজিলীয় তারকা মার্সেলোর পায়ের চাপে পা ভেঙে গেছে আর্জেন্টিনার ডিফেন্ডার লুসিয়ানো সানচেজের। মঙ্গলবার কোপা লিবার্তাদোরেসে শেষ ষোলোর প্রথম লেগে বুয়েনস আয়ার্সে মুখোমুখি হয়েছিল ব্রাজিলের ফ্লুমিনেন্স এবং আর্জেন্টিনো জুনিয়র্স। সে ম্যাচেই এ ঘটনা ঘটে। ম্যাচটি ১-১ গোলে শেষ হয়।

রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার মার্সেলোকে লাল কার্ড দেখানো হয় এই ঘটনার জন্য। ম্যাচের ৫৬তম মিনিটে ঘটনাটি ঘটে। মার্সেলো বল নিয়ে এগোচ্ছিলেন। সে সময় তাকে আটকানোর জন্য সামনে থেকে এগিয়ে আসেন সানচেজ।

সে সময় মার্সেলোর পা উঠে যায় সানচেজের পায়ের ওপর। হাঁটু থেকে ঘুরে যায় পা। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার সুস্থ হতে এক বছর সময় লাগবে।

ম্যাচ শেষে মার্সেলো বলেন, ‘মাঠে আমার সময়টা খুব খারাপ ছিল। একজন ফুটবলারকে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না আমার। আশা করব সানচেজ দ্রুত সুস্থ হয়ে উঠবে।’ ব্রাজিলের ক্লাব এবং ফুটবলারদের ব্যবহারে খুশি আর্জেন্টিনোস জুনিয়র্সও। সেই ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা প্রতিপক্ষ, শত্রু নই।

ফ্লুমিনেন্সের কোচ ফার্নান্দো বলেন, ‘মার্সেলো ইচ্ছাকৃতভাবে মারেনি। অনিচ্ছাকৃত একটি ঘটনা।’

এম.কে
০৩ আগস্ট ২০২৩

আরো পড়ুন

দেশের গণ্ডি পেরিয়ে কচুর লতি যাচ্ছে লন্ডনে

ব্রিটিশদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ালো ফ্রান্স

সিলেটে যুক্তরাজ্য প্রবাসী ৫ জনকে অচেতন অবস্থায় উদ্ধার, ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক