হিথ্রো বিমানবন্দরে ব্রিটিশ এয়ারওয়েজের শত শত কর্মী বেতন নিয়ে ধর্মঘটে যাওয়ার পক্ষে ভোট দিয়েছেন। ইউনাইট এবং জিএমবি ইউনিয়নের সদস্য যারা বেশিরভাগই চেক-ইন কর্মী, এই পদক্ষেপের সমর্থন করেন।
বিবিসি জানায়, গ্রীষ্মের ছুটিতে মোট ৭০০ জন কর্মী ধর্মঘট করবে। এই সময়ে যাত্রীদের সংখ্যা প্রাক-মহামারি পর্যায়ে থাকবে বলে আশা করা হচ্ছে।
ইউনিয়নগুলো জানায়, মহামারী চলাকালে ১০% বেতন কাটার পদক্ষেপটি পুনর্বহাল না করার কারণে এই ধর্মঘট।
প্রায় ৫০০ ইউনাইটেড সদস্য এই পদক্ষেপের পক্ষে ৯৪% ভোট রেকর্ড করেছেন। এদিকে ৯৫% জিএমবি সদস্য ওয়াকআউটকে সমর্থন করেছেন। আগামী দিনে ধর্মঘটের তারিখ নিশ্চিত করা হবে।
প্রস্তাবিত পদক্ষেপটি ব্রিটিশ এয়ারওয়েজের ৫০% এরও কম কর্মীর সাথে সম্পর্কিত এবং আরও কিছু গ্রাহক পরিষেবা কর্মী রয়েছে যাদের ভোট দেওয়া হয়নি।
ধারণা করা হচ্ছে, যদি ধর্মঘট এগিয়ে যায় ব্রিটিশ এয়ারওয়েজের হিথ্রোতে টার্মিনাল তিন এবং পাঁচ-এর কর্মীরা এর আওতায় থাকবে।
বলা হচ্ছে, এতে যাত্রীদের দুর্ভোগ হবে। বিশেষ করে টার্মিনাল ৫ বাতিলের দিকে ধাবিত হবে। এটি বেশ কয়েকটি রুটের ফ্লাইট পরিচালনা করে।
২৪ জুন ২০২২
এনএইচ