TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটিশ এয়ারওয়েজের হিথ্রো কর্মীদের বেতন নিয়ে ধর্মঘট

হিথ্রো বিমানবন্দরে ব্রিটিশ এয়ারওয়েজের শত শত কর্মী বেতন নিয়ে ধর্মঘটে যাওয়ার পক্ষে ভোট দিয়েছেন। ইউনাইট এবং জিএমবি ইউনিয়নের সদস্য যারা বেশিরভাগই চেক-ইন কর্মী, এই পদক্ষেপের সমর্থন করেন।

 

বিবিসি জানায়, গ্রীষ্মের ছুটিতে মোট ৭০০ জন কর্মী ধর্মঘট করবে। এই সময়ে যাত্রীদের সংখ্যা প্রাক-মহামারি পর্যায়ে থাকবে বলে আশা করা হচ্ছে।

 

ইউনিয়নগুলো জানায়, মহামারী চলাকালে ১০% বেতন কাটার পদক্ষেপটি পুনর্বহাল না করার কারণে এই ধর্মঘট।

 

প্রায় ৫০০ ইউনাইটেড সদস্য এই পদক্ষেপের পক্ষে ৯৪% ভোট রেকর্ড করেছেন। এদিকে ৯৫% জিএমবি সদস্য ওয়াকআউটকে সমর্থন করেছেন। আগামী দিনে ধর্মঘটের তারিখ নিশ্চিত করা হবে।

 

প্রস্তাবিত পদক্ষেপটি ব্রিটিশ এয়ারওয়েজের ৫০% এরও কম কর্মীর সাথে সম্পর্কিত এবং আরও কিছু গ্রাহক পরিষেবা কর্মী রয়েছে যাদের ভোট দেওয়া হয়নি।

 

ধারণা করা হচ্ছে, যদি ধর্মঘট এগিয়ে যায় ব্রিটিশ এয়ারওয়েজের হিথ্রোতে টার্মিনাল তিন এবং পাঁচ-এর কর্মীরা এর আওতায় থাকবে।

 

বলা হচ্ছে, এতে যাত্রীদের দুর্ভোগ হবে। বিশেষ করে টার্মিনাল ৫ বাতিলের দিকে ধাবিত হবে। এটি বেশ কয়েকটি রুটের ফ্লাইট পরিচালনা করে।

 

২৪ জুন ২০২২
এনএইচ

 

আরো পড়ুন

যুক্তরাজ্যে এ.আই ব্যবহার করার সুযোগ পাবে বেসরকারি কোম্পানি

যুক্তরাজ্যে ৫ বছরে ডিপার্টমেন্ট স্টোর কমেছে ৮৩ শতাংশ

অনলাইন ডেস্ক

১০টি কারণে ব্রিটিশদের জীবনযাত্রা ভয়াবহ হয়ে উঠবে অক্টোবরে!

অনলাইন ডেস্ক