13.2 C
London
April 19, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনের ওয়াটফোর্ডে মুসলিম কবরস্থানে ৮৫টি কবর ভাঙচুর, তদন্তে পুলিশ

ব্রিটেনের হ্যার্টফোর্ডশায়ারের ওয়াটফোর্ড শহরে মুসলিম কবরস্থানে এক নৃশংস হামলা চালিয়ে ৮৫টি কবর ভাঙচুর করা হয়েছে। এই কবরগুলোর মধ্যে অনেকেই শিশু এবং নবজাতকের ছিল। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এটি ইসলামবিদ্বেষী ঘৃণাজনিত অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য এটি এক মর্মান্তিক ঘটনা, যা তাদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে বলে জানা যায়।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ এপ্রিল) ওয়াটফোর্ডের কারপেন্ডারস পার্ক লন কবরস্থানে। যেখানে সম্প্রতি শোকাহত এক মুসলিম পরিবার কবরস্থানে এসে এই নৃশংস ভাঙচুরের চিত্র দেখতে পায়। এই হামলার পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশ অতিরিক্ত টহল জোরদার করেছে এবং এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের তথ্য দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

হ্যার্টফোর্ডশায়ার পুলিশের ইনস্পেক্টর উইল রজার্স-ওভেরি বলেছেন, “এই ভয়াবহ ঘটনায় মুসলিম সম্প্রদায় বিশেষভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছি এবং আগামী দিনে তাদের সঙ্গে আরও সতর্কতার সহিত কাজ করব।”

স্থানীয় ফিউনারেল সার্ভিসও এই হামলাকে “হৃদয়বিদারক” এবং “অবর্ণনীয় অপমান” বলে উল্লেখ করেছে। ব্রেন্ট কাউন্সিলের নেতা মোহাম্মদ বাট বলেছেন, এই হামলা ইসলামবিদ্বেষী ঘৃণার বহিঃপ্রকাশ এবং দ্রুত কবরগুলোর নাম ফলক পুনঃস্থাপন করা হবে।

কনজারভেটিভ কাউন্সিলর আব্বাস মেরালি এই ঘটনাকে “বর্বরোচিত কর্মকাণ্ড” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “এটি শোকাহত পরিবারগুলোকে গভীর কষ্ট দিয়েছে এবং গোটা সম্প্রদায়ে এক গভীর ব্যথার সৃষ্টি করেছে।”

পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং অপরাধীদের খুঁজে বের করার জন্য সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে সরকারের পুলিশ প্রশাসন।

সূত্রঃ মিডল ইস্ট মনিটর

এম.কে
১৬ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

অবশেষে মন্ত্রীত্ব ছাড়তে বাধ্য হলেন টিউলিপ সিদ্দিক

আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনার সমালোচনা করলেন থেরেসা মে

অনলাইন ডেস্ক

লন্ডনে নওয়াজ শরিফের উপর হামলা