TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটেনের কার্বন নির্গমনকারী সন্থাগুলোকে কর প্রদানের আহ্বান

কার্বন কর বা কার্বন ট্যাক্স হল জ্বালানি ব্যবহারের ফলে নির্গত কার্বনের উপর ধার্যকৃত কর। কার্বন ডাই অক্সাইড উৎপাদন বা পরিবেশ দূষিত করার জন্য জ্বালানি ব্যবহারকারীদের এই কর দিতে হয়।

 

টিস ভ্যালি এবং কাউন্টি ডারহামের ২৩ জন নাগরিকের একটি প্যানেল, কিভাবে ‘সকলের পক্ষে ন্যায়সঙ্গত ভাবে’ জলবায়ু সংকট মোকাবেলা করা যায় তা নিয়ে আলোচনা করেন।

 

তারা বলেন, যুক্তরাজ্যের বৃহত্তম দূষণকারী সন্থাগুলোকে কার্বন কর প্রদান করতে হবে। দেশে কার্বন নির্গমনের হার সম্পূর্ণ শূ্ন্যে নামিয়ে আনতে হবে।

 

ব্যবসায়িক এবং বিনিয়োগকারীদের জলবায়ু সমস্যা সমাধানের এগিয়ে আসতে হবে। যেভাবে ইচ্ছা সেভাবে পরিবেশ দূষণের সুযোগ দেওয়া হবে না তাদের। তারা যদি তা না করে তবে তাদের শাস্তি পেতে হবে বলেও জানান এই জুরিরা।

তারা আরো বলেন, সব অঞ্চলকে জলবায়ু নীতির প্রয়োজন অনুসারে তৈরি করতে হবে। জলবায়ু এবং প্রাকৃতিক সংকট মোকাবেলায় সবাইকে একত্রে কাজ করতে হবে। প্রতি বছর ৫১ বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড (গ্রিন হাউজ গ্যাস) পৃথিবীর বায়ুমণ্ডলে জমা হয়। সেটি সম্পূর্ণ শূ্ন্যে নামিয়ে আনতে হবে আমাদের।

 

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২১
এসএ

আরো পড়ুন

শাফিন আহমেদের মৃত্যুতে সংগীতাঙ্গনে শোক

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস

আমেরিকান সিক্রেট এজেন্টের কারণে যুক্তরাজ্যের এক নার্সের জীবন ঝুঁকির মুখে