1.4 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনের ভ্রমণ ভিসায় প‌রিবর্তন

ব্রিটিশ ও আইরিশ নাগরিক ছাড়া বাংলাদেশিসহ যুক্তরাজ্যে ভ্রমণ ইচ্ছুক সবার বর্ধিত ভ্রমণ ভিসা প্রকল্পের অধীনে ব্রিটে‌নে প্রবেশের অনুমতির প্রয়োজন হবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দি‌য়েছেন।

হোম সেক্রেটারি ইভেট কুপার ঘোষণা দি‌য়েছেন, চল‌তি বছ‌রের নভেম্বর থেকে কয়েকটি দেশের পর্যটকদের ভিসা ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশের জন্য দশ পাউন্ড ফি দিতে হবে।

যুক্তরাজ্যের আগের সরকার বৈধ বসবাসের অধিকার বা ভিসা ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশ বা ট্রানজিট করা লোকদের জন্য গত বছর ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন-ইটিএ সিস্টেম চালু করেছিল।

ইটিএ বর্তমানে কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং জর্ডানের নাগরিকদের জন্য প্রযোজ্যি। কিন্তু, নভেম্বর থেকে এটি ইউরোপীয় ব্যতীত অন্য সকল নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। আগামী বছ‌রের মার্চ মাস থে‌কে এটি ইউরোপীয় নাগরিকদের জন্য প্রসারিত হবে।

মাইগ্রেশন এবং সিটিজেনশিপমন্ত্রী সীমা মালহোত্রা বলেছেন, ডিজিটাইজেশন প্রতি বছর সীমান্ত দিয়ে ব্রিটে‌নে আসা লক্ষাধিক পর্যটকদের জন্য একটি নতুন অভিজ্ঞতা তৈরি করে। আমরা যুক্তরাজ্যে পর্যটকদের আন্তরিকভাবে স্বাগত জানাই। তারা আমাদের পর্যটনে ৩২ বিলিয়নেরও বেশি অবদান রাখবেন। ইটিএ’র বিশ্বব্যাপী সম্প্রসারণ নতুন প্রযুক্তি এবং আধুনিক অভিবাসন ব্যবস্থা যুক্ত করার মাধ্যমে নিরাপত্তা বাড়ানোর জন্য আমাদের প্রতিশ্রুতি নি‌শ্চিত ক‌রে।

হোম অফিসের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাজ্য সরকার গ্লোবাল এয়ারলাইন, মেরিটাইম এবং রেল ক্যারিয়ারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে, যারা আমাদের ডিজিটাইজেশন প্রোগ্রামের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নতুন নিয়মের কারণে জর্ডানের নাগরিকরা আর ইটিএ নিয়ে যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবে না। ত‌বে এমন ভ্রমণকারীদের জন্য চার সপ্তাহের ট্রানজিশন পিরিয়ড থাকবে যারা ইতোমধ্যেই একটি ই‌টিএ নি‌য়ে ভ্রমণের বুকিং নিশ্চিত করেছেন৷

সূত্রঃ বিটিসি

এম.কে
১২ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

বর্ণবাদী আচরণে প্রিন্স উইলিয়ামের গডমাদার অপসারিত

অনলাইন ডেস্ক

রাশিয়ান হ্যাকারদের হামলার শিকার যুক্তরাজ্যের নামী প্রতিষ্ঠান

রাজ্যাভিষেকে এই প্রথম ধর্মের বৃত্ত ভাঙ্গলো রাজপরিবার