ব্রিটিনের রানি দ্বিতীয় এলিজাবেথের করোনা টেস্টে পজিটিভ ফলাফল এসেছে। বিবিসিতে বলা হয়, রানির হালকা ঠাণ্ডার উপসর্গ দেখা দিয়েছে। এরপরও তাকে উইন্ডসর ক্যাসেলে দায়িত্ব পালনরত দেখা যেতে পারে বলে আশা করা যাচ্ছে। বিবৃতিতে বলা হয়, রানিকে উপযুক্ত নির্দেশিকা অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়া হবে।
জানা যায়, ৯৫ বছর বয়সী রানি তার বড় ছেলে এবং উত্তরাধিকারী প্রিন্স অব ওয়েলসের সাথে যোগাযোগ করেছিলেন, গত সপ্তাহে তারও কোভিড পজিটিভ ধরা পড়ে।
বিবিসিতে বলা হয়, ব্রিটেনের রানির বাসভবন উইন্ডসর ক্যাসেলের অনেকেই এখন কোভিড আক্রান্ত।
গত ৬ ফেব্রুয়ারি রানি তার প্লাটিনাম জুবিলিতে (সিংহাসনে আরোহণের ৭০ বছর) পৌঁছান। এরপর থেকেই এই কোভিড পজিটিভের খবরগুলো আসতে থাকে।
প্লাটিনাম জুবিলিতে রানি প্রায় তিন মাসেরও বেশি সময় পর পাবলিক ইভেন্টে স্যান্ড্রিংহাম হাউসে দাতব্য কর্মীদের সাথে দেখা করেন।
২০ ফেব্রুয়ারি ২০২২
এনএইচ