0.6 C
London
November 21, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটেনের রানির কাছে ভ্যাকসিন চেয়ে নেপালের চিঠি

ব্রিটেনের রানি এলিজাবেথের কাছে করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহে সহযোগিতা চেয়েছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি ।

 

রোববার (৩০ মে) পাঠানো এক চিঠিতে তিনি এই সহযোগিতা কামনা করেন নেপালের প্রেসিডেন্ট। নেপালের সংবাদমাধ্যম মাই রিপাবলিকা এখবর জানিয়েছে।

 

যুক্তরাজ্যে নিযুক্ত নেপালের দূতাবাসের তথ্য অনুসারে, বিদ্যা দেবী ভাণ্ডারির চিঠিটি সোমবার (৩১ মে) যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট কার্যালয়ের মাধ্যমে ব্রিটেনের রানির কাছে পাঠানো হয়েছে।

 

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে নেপালে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে দেশটির নাগরিকদের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে কূটনৈতিক যোগাযোগ করছেন প্রেসিডেন্ট ভাণ্ডারি।

 

এর আগে তিনি টেলিফোনে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। পৃথক চিঠিতে ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দ ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হিমালয়ান দেশটিকে ভ্যাকসিন সরবরাহে সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন।

 

১ জুন ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

ব্রিটেনে আঘাত হানতে শুরু করেছে কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঝড় ইউনিস

যুক্তরাজ্যে ভিজিট ভিসায় কাজের সুযোগ

করোনায় মৃত্যুবরণ করলেন সংগীতের কিংবদন্তি লতা মঙ্গেশকর

অনলাইন ডেস্ক