10.4 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে আলোচিত ট্রাজেডিঃ তিন শিশুকে হত্যার অভিযোগে ব্রিস্টলের মায়ের বিরুদ্ধে মামলা

ব্রিটেনের ব্রিস্টল শহরে তিন সন্তানকে নৃশংসভাবে হত্যার অভিযোগে এক মায়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা অনুমোদন দিয়েছে পুলিশ। অভিযুক্ত ইয়াসমিন আলী (৪৩) শিগগিরই ব্রিস্টল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হবেন।

গত বছরের ১৮ ফেব্রুয়ারি (২০২৪) সি মিলস এলাকার ব্লেইজ ওয়াকের একটি বাড়ি থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন—সাত বছরের ফারেস বাশ, তিন বছরের জুরি বাশ এবং নয় মাস বয়সী মোহাম্মদ বাশ। ঘটনাটি ব্রিটেনজুড়ে তীব্র আলোড়ন তোলে।

পূর্বে জানানো হয়, শিশুদের গলা ও বুকে ছুরিকাঘাতের কারণে তাদের মৃত্যু হয়। তদন্ত শেষে পুলিশ নিশ্চিত হয় যে এ ঘটনায় মায়ের সম্পৃক্ততা রয়েছে এবং তার বিরুদ্ধেই হত্যার মামলা অনুমোদন করা হয়।

ঘটনার পর ইয়াসমিন আলীকে গুরুতর নয় এমন আঘাত নিয়ে হাসপাতালে নেওয়া হয়েছিল। বর্তমানে তিনি মানসিক স্বাস্থ্যসেবার অধীনে রয়েছেন। আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন হলে বিচারিক প্রক্রিয়া শুরু হবে বলে জানা যায়।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
৩০ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

ব্রিটেনের এসাইলাম সেন্টারে উপচে পড়া ভীড়ঃ মিথ্যা পরিচয়ে ব্রিটেনে ঢুকছে হাজারো মানুষ

যুক্তরাজ্যের অস্ত্র রপ্তানির ৮০ শতাংশ দেশই নিষেধাজ্ঞায়

ব্রিটেন জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস, মাত্র কয়েক ঘণ্টায় এক মাসের সমপরিমাণ বৃষ্টি