3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের অমানবিক জীবনযাপন

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাদের পর্যাপ্ত জুতা, পোশাক বা উপযুক্ত খাবার দেওয়া হচ্ছে না বলে জানা গেছে।

একজন আশ্রয়প্রার্থী বলেন, বেশিরভাগ সময় আমরা কেবল চিপস খেয়ে আছি। সকালে আমাদের মেয়াদোত্তীর্ণ খাবার দেওয়া হয়। অস্বাস্থ্যকর পরিবেশে থেকে অনেকে অসুস্থ হয়ে পরছেন। অসুস্থ অবস্থায় প্রাথমিক চিকিৎসা সেবাও পাচ্ছেন না অনেকে।

হাজার হাজার আশ্রয়প্রার্থী পুরুষ, নারী এবং শিশুদের বিগত এক বছর ধরে জরুরি হোটেল আবাসন ব্যবস্থায় রাখা হয়েছে। মহামারির কারণে বর্তমানে ৮ হাজারেরও বেশি লোক হোটেলগুলোতে বসবাস করছেন বলে জানা গেছে। কোভিড ভ্যাকসিন নিতে উপজুক্ত হওয়া সত্ত্বেও ভ্যাকসিন নিতে পারছেন না তারা।

আশ্রয়প্রার্থীদের হোম অফিস থেকে সপ্তাহে ৮ ইউরো দেওয়ার নিয়ম থাকলেও সবাই এই সাহায্য পাচ্ছেন না।

একজন আশ্রয়প্রার্থী বলেন, কেন আমাদের সাথে এমন আচরণ করা হচ্ছে? আমরাও মানুষ। আমার দেশেই আমি ভাল ছিলাম । এখানে চলে আসার আগে আমার নিজ দেশের সরকারের বিরুদ্ধে কথা বলতে হয়েছে। কিন্তু এখানে আসার পর আমি হতবাক হয়ে গিয়েছি।

শরণার্থী কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ এনভার সলোমন বলেন, এই অমানবিক আচরণ বন্ধ করার জন্য, আমরা মন্ত্রীদের প্রতি অনুরোধ করছি। আশ্রয় প্রার্থনা করা প্রতিটি ব্যক্তি যেন স্বাস্থ্যসেবা, মৌলিক পোশাক এবং প্রয়োজনীয় পরিষেবা সহ উপযুক্ত সাহায্য পান।

 

সূত্র: ইন্ডিপেনডেন্ট
২৪ এপ্রিল ২০২১
এসএফ

আরো পড়ুন

ব্রিটেনের অর্থনীতির স্বার্থে শরণার্থীদের প্রয়োজন

নিউজ ডেস্ক

গ্যাবনে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা নিল সেনাবাহিনী

সোশ্যাল হাউজিং 

নিউজ ডেস্ক