5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটেনে দেড় শতাধিক ফ্লাইট বাতিলে বাধাগ্রস্ত যাত্রীরা

দেড় শতাধিক ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরে বাধার সম্মুখীন হয়েছেন ব্রিটেনের হলিডে মেকাররা।

 

পরিবহন সচিব বলেছেন, কর্মী সংকটের সঙ্গে লড়াই করতে থাকা এয়ারলাইনস এবং অপারেটরগুলো অতিরিক্ত ফ্লাইট ও হলিডের বুকিং নিয়েছে।

 

জানা গেছে, গ্যাটউইকে বোলোগনা, বার্সেলোনা, প্রাগ, ক্রাকো এবং এডিনবার্গসহ গন্তব্যে কমপক্ষে ৩১টি ফ্লাইট বাতিল করেছে ইজিজেট।

 

গত সপ্তাহে এয়ারলাইনটি বলেছিল যে ২৮ মে থেকে ৬ জুনের মধ্যে বিমানবন্দর থেকে দিনে প্রায় ২৪টি ফ্লাইট বাতিল করা হবে।

 

টুই এয়ারওয়েজও ম্যানচেস্টার বিমানবন্দরে দৈনিক ছয়টি ফ্লাইট বাতিল করতে চলেছে যা ৩৪ হাজার যাত্রীকে বাধাগ্রস্ত করবে।

 

সংস্থাটি বলেছে, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সাথে যোগাযোগ করা হয়েছে। কিন্তু কিছু লোক বিবিসিকে বলেছে, তাদের ফ্লাইট সময়সূচী থেকে অদৃশ্য হয়ে গেছে যা সংস্থাটি থেকে জানানো হয়নি।

 

ব্রিটিশ এয়ারওয়েজ হিথ্রোতে ১২৪টি স্বল্প দূরত্বের ফ্লাইট বাতিল করেছে, যদিও এয়ারলাইনটি বলেছে যে এগুলি পূর্ব পরিকল্পিত ছিল এবং যাত্রীদের আগেই জানানো হয়েছিল।

 

জুবিলি ব্যাংক হলিডে থাকায় আগামী দিনগুলোতে প্রায় ২ মিলিয়ন মানুষ বিমানভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন।

 

১ জুন ২০২২
এনএইচ

আরো পড়ুন

বন্ধ হয়ে গেছে বহু ব্রিটিশ রেস্তোরাঁ

মুডি’স রেটিংয়ে বাংলাদেশের অবনমন

নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া অভিবাসীদের সংখ্যায় ভারতীয়রা দ্বিতীয়