ব্রিটেনে হঠাৎ করেই লাখো মানুষের মোবাইলে একযোগে জরুরি সতর্কতা এলার্ম বেজে উঠেছে। সরকারের নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে এই অ্যালার্ম বাজানো হয়, যা অনেককে আতঙ্কিত করলেও এটি ছিল শুধুমাত্র একটি ট্রায়াল রান।
জরুরি সতর্কতা ব্যবস্থা মূলত জননিরাপত্তা নিশ্চিত করার জন্য চালু করা হয়েছে। ভূমিকম্প, বন্যা, মহামারি, সন্ত্রাসী হামলা কিংবা জাতীয় নিরাপত্তাজনিত যে কোনও বড় ধরনের বিপর্যয়ের সময় সরকার সরাসরি জনগণের মোবাইল ফোনে সতর্কতা পাঠাতে পারবে। এই বার্তায় থাকবে করণীয় নির্দেশনা, যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।
সরকার জানিয়েছে, এই পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছে। লক্ষাধিক মোবাইল ফোনে একই সময়ে অ্যালার্ম বেজে ওঠে এবং স্ক্রিনে সতর্কবার্তা ভেসে ওঠে। এটি ভবিষ্যতে জরুরি পরিস্থিতিতে জনসচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রযুক্তি যুক্তরাষ্ট্র, কানাডা এবং জাপানসহ উন্নত দেশগুলোতে আগে থেকেই ব্যবহার হচ্ছে। যুক্তরাজ্যেও ধাপে ধাপে এ ব্যবস্থা চালু করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ সতর্ক সংকেত অনেকের জন্য অস্বস্তিকর হলেও বাস্তব বিপর্যয়ের সময় এটি জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পরীক্ষামূলক সতর্কবার্তার পর জনগণকে আশ্বস্ত করে বলা হয়েছে, এটি কেবল একটি অনুশীলন ছিল, আসল বিপর্যয়ের ইঙ্গিত নয়। তবে ভবিষ্যতে এ ধরনের এলার্ম বাজলে সাধারণ মানুষকে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
০৭ সেপ্টেম্বর ২০২৫