18.1 C
London
September 17, 2025
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

ব্রিটেন যাওয়ার পথে একদিনে শতাধিক শরণার্থী উদ্ধার

রাতের অন্ধকারে ফ্রান্স থেকে জলপথে ব্রিটেনে যাওয়ার চেষ্টা করছিলেন শরণার্থীরা। শনিবার (৩ জুলাই) ভোর রাতে ১১১ জন শরণার্থী বোঝাই এমন ৬টি নৌকা আটক করে ফ্রান্সের পুলিশ। এদের মধ্যে অন্তত ২৯ জন শিশু। তাদের সবাইকে ডানকার্ক বন্দরে ফিরিয়ে আনা হয়েছে।

 

সম্প্রতি উত্তর ফ্রান্সে ঠাঁই নেওয়া ওই শরণার্থীরা জানিয়েছেন, খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন তারা। সেখানে আশ্রয় না পেয়ে তারা ব্রিটেনে পালাবার কথা ভেবেছিলেন।

 

গত দু’বছরে জলপথে ইউরোপের দেশগুলিতে শরণার্থীদের যাতায়াত বেশ বেড়েছে। সংকীর্ণ চ্যানেলগুলিতে জাহাজের ভিড় ও স্রোতের টান থাকায় নৌকাডুবির ঘটনাও কম হয়নি। তবু এই প্রবণতা কমছে না।

 

ফ্রান্সের প্রশাসন সূত্রের খবর, গত বছর ব্রিটেন-ফ্রান্স চ্যানেল পার করেছেন বা পার করতে গিয়ে ধরা পড়েছেন অন্তত ৯৫০০ জন শরণার্থী। সংখ্যাটা ২০১৯ সালের তুলনায় অন্তত চার গুণ বেশি।

 

৪ জুলাই ২০২১
সূত্র: এনডিটিভি

আরো পড়ুন

২০ বছরে যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ কমেছে ১১ শতাংশ

যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ২৮ প্রবাসী করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার বিচার শুরু

অনলাইন ডেস্ক