TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বয়স্কদের মধ্যে করোনা সংক্রমণ আগের থেকেও বেশি

ইংল্যান্ডের সর্বশেষ সরকারি তথ্য অনুসারে, বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বয়স্ক রোগীর সংখ্যা ওমিক্রনের যখন সবচেয়ে খারাপ পরিস্থিতি সৃষ্টি করেছিল সেইসময়ের চেয়েও বেশি। ফলে ৭৫ বছরের বেশি বয়সীদের জন্য একটি স্প্রিং বুুস্টার (বসন্তকালীন টিকা) এর প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয় ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির এই পরিসংখ্যান।

 

স্কাই নিউজ জানায়, সাপ্তাহিক ফ্লু এবং কোভিড নজরদারি প্রতিবেদনের পরিসংখ্যান অনুসারে, ২০ মার্চ থেকে ইংল্যান্ডে ৮৫ বছরের বেশি বয়সীদের মধ্যে হাসপাতালে ভর্তির হার প্রতি সপ্তাহে  লাখে ১৭৮ জন, যা বছরের শুরুতে ছিল ১৫৮ জনে।

 

যদিও কম বয়সীদের মধ্যেও করোনা সংক্রমণের হার বাড়ছে, তবে তা ওমিক্রন প্রকোপ চলা সময়ের তুলনায় নিচে রয়েছে।

 

ইংল্যান্ডের ৭৫ বছরের বেশি বয়সীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আরেকটি বুুস্টার ডোজ বুকিংয়ের আহ্বান জানিয়েছে হেলথ সিকিউরিটি এজেন্সি।

 

সংস্থাটির প্রতিবেদন অনুসারে, করোনায় ম্ৃত্যুর সংখ্যাও জানুয়ারির তুলনায় কমেছে।

 

২৫ জানুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

পশ্চিমা দেশে গণতন্ত্রে আস্থা সংকট: ইপসস জরিপে চরম অসন্তুষ্টি ও ভবিষ্যৎ শঙ্কা

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে আইসিইউতে ভর্তি হওয়া সংখ্যালঘু জাতিগোষ্ঠী ও দরিদ্র শিশুদের মৃত্যুহার বেশি

ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু