9.4 C
London
January 21, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

ভারতীয় কূটনীতিককে কানাডা ছাড়ার নির্দেশ

শিখ নেতা হারদিপ সিং নিজ্জার হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরেই ভারতের একজন শীর্ষ কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছে দেশটি।

আবারও কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক অবনতির পথে রয়েছে। কানাডা জানিয়েছে, তারা এক ভারতীয় কূটনীতিককে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন। তবে ওই কূটনীতিকের নাম তারা প্রকাশ করেনি। অভিযোগ, চলতি বছর জুনে ভারতের বিচ্ছিন্নতাবাদী শিখ নেতাকে খুন করা হয়েছিল। ওই কূটনীতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

কানাডার বক্তব্য, এ হত্যাকাণ্ড তাদের দেশের সার্বভৌমত্বের বিরোধী। কোনোভাবেই এ ঘটনা তারা মেনে নেবে না। সে কারণেই ওই কূটনীতিককে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় স্বয়ং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মুখ খুলেছেন। তিনি বলেন, ‌‘তদন্তে ওই ভারতীয় কূটনীতিকের এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। তদন্ত এখনও চলমান রয়েছে।’

এম.কে
১৯ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

দিনে বিদ্যুৎ বন্ধের কোনো সিদ্ধান্ত সরকার নেইনি: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

৫ মাসে গাজা দখল করতে চান নেতানিয়াহু

কানাডার ২০২৫ সালের নির্বাচনে নির্বাচিত হয়েছেন ১৩ জন মুসলিম এমপি