-0.4 C
London
January 3, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতের এক রাজ্য ‘অচল’ করে দিলেন কৃষকরা

কৃষকদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ভারতের পাঞ্জাব। গত সপ্তাহেই দাবি না মানার অভিযোগে শাটডাউনের ঘোষণা দিয়েছিল সম্মুক্ত কিষাণ মোর্চা ও কিষাণ মজদুর মোর্চা।ঘোষণা অনুযায়ী আজ সোমবার পাঞ্জাবের বিভিন্ন এলাকায় রাস্তা বন্ধ করে দিয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ফসলের ন্যূনতম মূল্যসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন ভারতের পাঞ্জাবের কৃষকেরা। আজ সকাল থেকে পাঞ্জাবের ২০০টির বেশি গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ করেছে আন্দোলনকারীরা। তাদের ডাকা বন্ধ-এ পাঞ্জাবজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বাতিল হয় একাধিক ট্রেনসূচি।

সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ‘বন্ধ’।অমৃতসার গোল্ডেন গেটে সকাল থেকেই জড়ো হতে শুরু করেন কৃষকরা। এরপর তারা বিভিন্ন রাস্তা ব্লক করতে থাকেন।

কৃষক নেতারা বলছেন, গোটা রাজ্যজুড়ে ‘বন্ধ’ পালন করা হলেও সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবা চালু রাখা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রেও কাউকে বাধা দেওয়া হচ্ছে না।

ভারতে অনেকদিন ধরে ঋণসুবিধা, অবসর ভাতা, বিদ্যুৎ বিলের দাম না বাড়ানো ও পুলিশি মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন তারা। এর আগে ১৩ ফেব্রুয়ারি পাঞ্জাব ও হারিয়ানায় কৃষকরা বিক্ষোভ করেছিল। ৬ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর ১০১ জন কৃৃষকরা মিলে তিনবার দিল্লিতে পদযাত্রা করেছিল।

সূত্রঃ এনডিটিভি

এম.কে
৩১ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

অভিবাসন প্রত্যাশীদের আলবেনিয়ায় পাঠাবে ইটালি

ইরানের ভয়ে ২৮ দেশে দূতাবাস বন্ধ করলো ইসরাইল

মিসরের স্কুলে নিষিদ্ধ হল নেকাব, হিজাবেও বাধ্য করা যাবে না