5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতের চিপ প্রকল্পে থাকছে না ফক্সকন

তাইওয়ানের ইলেকট্রনিক-সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন ভারতের বেদান্ত লিমিটেডের সঙ্গে যৌথভাবে সেমিকন্ডাক্টর বা চিপ কারখানা করার প্রকল্প হতে সরে এসেছে। প্রায় ১ হাজার ৯৫০ কোটি ডলারের প্রকল্প থেকে সরে আসার কথা বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

এ প্রকল্প নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ উচ্ছ্বসিত ছিলেন।

বিশ্বে সবচেয়ে বড় ইলেকট্রনিক-সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন গত বছর বেদান্তের সঙ্গে চিপ তৈরির জন্য চুক্তি করেছিল। এ জন্য তারা নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটকে বেছে নিয়েছিল। ফক্সকন এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের এই সেমিকন্ডাক্টর প্রকল্পে তারা থাকছে না। ফক্সকন এ যৌথ উদ্যোগ থেকে তাদের নাম প্রত্যাহার করার কাজ শুরু করেছে।

বেদান্তের সঙ্গে যৌথ উদ্যোগে এ কারখানা নির্মাণে ফক্সকনের যে প্রণোদনা পাওয়ার কথা ছিল, ভারতের কেন্দ্রীয় সরকার তা ছাড় করতে দেরি করায় ফক্সকন এ প্রকল্প থেকে সরে আসছে। প্রতিষ্ঠানটি ব্যয়ের যে হিসাব করে প্রণোদনার জন্য সরকারের কাছে আবেদন করেছিল, নয়াদিল্লি তা নিয়ে আপত্তি জানিয়েছিল। সেই আপত্তি শেষমেশ নিষ্পত্তি না হওয়ায় ফক্সকন এ প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এতে ভারতের চিপ নির্মাণের আকাঙ্খা বড় ধরনের ধাক্কা খেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভারতের তথ্যপ্রযুক্তি উপমন্ত্রী রাজিব চন্দ্রশেখর বলেন, ফক্সকনের এ সিদ্ধান্তে ভারতের চিপ নির্মাণের পরিকল্পনায় প্রভাব ফেলবে না। ফক্সকন ও বেদান্ত উভয়েই ভারতের অন্যতম শীর্ষ বিনিয়োগকারী। সেই সঙ্গে বেসরকারি খাতের কোনো কোম্পানি কার সঙ্গে জুটি বাঁধবে বা জুটি ভাঙবে, তার মধ্যে নাক গলানো সরকারের কাজ নয়।

ফক্সকন মূলত আইফোন ও অ্যাপলের অন্যান্য পণ্য তৈরির জন্য বিখ্যাত। তবে কয়েক বছর ধরে তারা চিপও তৈরি করে যাচ্ছে।

এম.কে
১২ জুলাই ২০২৩

আরো পড়ুন

অষ্ট্রেলিয়ার অভিবাসনে আসছে পরিবর্তন, বাড়ছে শিক্ষার্থীদের কর্মঘণ্টা

রাশিয়ান বিমানকে এস্তোনিয়ান আকাশসীমার ন্যাটোর হুমকি

নিউজ ডেস্ক

প্রিন্স উইলিয়াম ইউক্রেনকে সমর্থন জানাতে মিত্রদেশ পোল্যান্ডে অবস্থান করছেন