ভারতে অ্যাপলের পণ্য উৎপাদনের পরিকল্পনার বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় এক ব্যবসায়িক সম্মেলনে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুককে তিনি সাফ জানিয়ে দেন, “আমি চাই না, তুমি ভারতে কারখানা গড়ো।”
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়, ওই সম্মেলনে ট্রাম্প বলেন, “বন্ধু, আমি তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছি। তুমি ৫০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে আসছ, কিন্তু এখন শুনছি তুমি সারা ভারতে কারখানা গড়ছ। আমি চাই না, তুমি এমন করো।”
ট্রাম্পের মতে, ভারত নিজের স্বার্থ নিজেরাই দেখে নিতে পারে। তিনি আরও বলেন, “ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক ধার্যকারী দেশগুলোর একটি। তাই সেখানে পণ্য বিক্রি করা কঠিন। তুমি যদি ভারতের দেখভাল করতে চাও, তবে সেখানেই কারখানা করো।”
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ভারত ওয়াশিংটন ডিসিকে একটি বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে যাতে মার্কিন পণ্যের ওপর শুল্ক না বসানোর কথা বলা হয়েছে। যদিও ভারত সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এমন কোনো ঘোষণা দেয়নি।
এই মন্তব্যের পটভূমিতে টিম কুক এর আগে বলেছিলেন, তিনি চান “যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া অধিকাংশ আইফোনের উৎস দেশ হোক ভারত।” বর্তমানে ভারতে অ্যাপলের তিনটি কারখানা রয়েছে— দুটি তামিলনাড়ুতে এবং একটি কর্ণাটকে। এর মধ্যে একটি পরিচালনা করছে ফক্সকন এবং বাকি দুটি টাটা গ্রুপ।
গত অর্থবছরে ভারত থেকে অ্যাপল প্রায় ২,২০০ কোটি ডলারের আইফোন সংযোজন করেছে, যা আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি।
বিশ্ববাজারে উৎপাদন কেন্দ্র সরিয়ে নেওয়ার এই সময়ে ট্রাম্পের এমন মন্তব্য অ্যাপলের ভারত-কেন্দ্রিক কৌশলকে কতটা প্রভাবিত করবে, তা সময়ই বলে দেবে।
সূত্রঃ এনডিটিভি
এম.কে
১৫ মে ২০২৫