13.7 C
London
October 4, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ ইস্যুতে মুসলমানদের বিরুদ্ধে দমননীতি, মানবাধিকার কর্মীদের নিন্দা

ভারতের উত্তরপ্রদেশের বরেলি বিভাগে ‘আই লাভ মুহাম্মদ’ পোস্টারকে কেন্দ্র করে চলমান উত্তেজনার জেরে প্রশাসন বৃহস্পতিবার বিকেল থেকে টানা ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে। শনিবার (৫ অক্টোবর) দুপুর ৩টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। একযোগে বরেলি, শাহজাহানপুর, পিলিভিট এবং বুদাউন জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

প্রশাসনের দাবি, সামনের দুর্গাপূজা ও দশমী উৎসবের সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বরেলি প্রশাসনের নির্দেশে চারটি জেলায় বিশাল পুলিশ বাহিনী, প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারি (পিএসি) ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) মোতায়েন করা হয়েছে। সংবেদনশীল এলাকা যেমন রামলীলা মাঠ, দুর্গাপূজা মেলা ও রাবণ দহনস্থলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২ অক্টোবর বিকেল ৩টা থেকে ৪ অক্টোবর পর্যন্ত মোবাইল ইন্টারনেট, ব্রডব্যান্ড ও এসএমএস পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশ ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট ১৮৮৫-এর ধারা ৭ এবং ২০১৭ সালের “টেম্পোরারি সাসপেনশন অফ টেলিকম সার্ভিসেস রুলস”-এর আওতায় জারি করা হয়েছে। স্বরাষ্ট্র সচিব গৌরব দয়াল বলেন, “মানুষকে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে এমন গুজব অনলাইনে ছড়ানো থেকে বিরত রাখতে এবং আইনশৃঙ্খলা অটুট রাখতে এই নির্দেশ দেওয়া হয়েছে।”

২৬ সেপ্টেম্বর বরেলিতে মুসলিম নেতা তৌকির রাজা খান আয়োজিত এক শান্তিপূর্ণ প্রতিবাদের পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। প্রতিবাদকারীরা ‘আই লাভ মুহাম্মদ’ প্রচারণায় অংশ নেওয়া মুসলমানদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহারের দাবি তুলেছিল। কিন্তু পুলিশের সঙ্গে সংঘর্ষের অভিযোগে পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজে দেখা যায়, শান্তিপূর্ণভাবে সমবেত জনতার ওপর পুলিশ লাঠিচার্জ করে।

স্থানীয় মুসলিম পরিবারগুলোর অভিযোগ, পুলিশের পক্ষ থেকে নির্বিচারে যুবকদের বাড়ি থেকে তুলে নেওয়া হচ্ছে, যদিও অনেকেই প্রতিবাদে অংশ নেননি। মানবাধিকার কর্মীরা এই অভিযানে তীব্র নিন্দা জানিয়ে বলেন, “একটি ধর্মীয় স্লোগান প্রদর্শনের জন্য পুরো সম্প্রদায়কে শাস্তি দেওয়া হচ্ছে।” তারা এই পদক্ষেপকে “সম্মিলিত শাস্তি” হিসেবে আখ্যা দিয়েছেন এবং অবিলম্বে ইন্টারনেট চালু ও আটককৃতদের মুক্তির দাবি তুলেছেন।

জেলা প্রশাসনের এক কর্মকর্তার ভাষায়, “বরেলি ও পার্শ্ববর্তী জেলাগুলোতে কোনো ধরনের গোলযোগ এড়াতে সংবেদনশীল এলাকায় সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।” তবে পরিস্থিতি যাতে আর না উত্তপ্ত হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে বলে জানানো হয়েছে।

সূত্রঃ টাইমস অফ ইন্ডিয়া / মুসলিম মিরর

এম.কে
০৪ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

মহারাষ্ট্রে ভূমিধস জয়ের পথে বিজেপি জোট, ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’

ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান

ক্ষেপণাস্ত্রসহ আকাশপথে ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়াঃ রিপোর্ট