6.8 C
London
November 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারত অষ্ট্রেলিয়া নতুন অভিবাসন চুক্তি

অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি অভিবাসন চুক্তি করেছে ভারত ও অস্ট্রেলিয়া। নতুন এই চুক্তির লক্ষ্য দুই দেশের ‘ছাত্র, একাডেমিক গবেষক এবং ব্যবসায়ীদের গতিশীলতাকে উন্নীত করা’।

বুধবার সিডনিতে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ শেষে এ তথ্য জানানো হয়। সাক্ষাতে দুই নেতা এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনা করেছেন। ভারত এবং অস্ট্রেলিয়া চার সদস্যের কোয়াড গ্রুপের সদস্য। এই গ্রুপে জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রও রয়েছে।

 

 

 

 

বর্তমানে অস্ট্রেলিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিক বসবাস করছেন। আদমশুমারির তথ্য থেকে জানা গেছে, ২০১৬ সাল থেকে অস্ট্রেলিয়ায় আসা ১০ লাখেরও বেশি মানুষের মধ্যে প্রায় এক-চতুর্থাংশই ছিল ভারতীয় নাগরিক। এর আগে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন, দুই দেশ খনি এবং খনিজ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেছে।

খবরে জানা যায়, অস্ট্রেলিয়া-ভারত সবুজ হাইড্রোজেন টাস্কফোর্স প্রতিষ্ঠার বিষয়ে অনেকাংশে এগিয়ে গিয়েছে।

আরো পড়ুন

সিরিয়া থেকে ইতালি, ফোনে ফোনে মানবপাচার

মহাকাশে আটকে পড়াদের পৃথিবীতে ফিরিয়ে আনা যাবে কী? যা জানালো ইসরো

মদিনার মসজিদে নববিতে দিনে ৩০ টন পারফিউম ছড়ানো হয়