15.6 C
London
May 10, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

ভিনদেশী সিনেমা দেখলেই শিশুদের ঢুকানো হবে জেলে

হলিউড বা বিদেশি সিনেমা দেখে ধরা পড়লে শিশুদের ৫ বছরের জন্য কারাগারে পাঠানো হবে।
উত্তর কোরিয়ায় নতুন এই ফরমান জারি করেছেন কিম জং উন সরকার। তাছাড়া সেই শিশুর বাবা-মাকে ছয় মাস থাকতে হবে বন্দী শিবিরে বলে একটি প্রতিবেদনে বলা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, উত্তর কোরিয়া এর আগে কোনো শিশুকে পশ্চিমা সিনেমা বা টিভি অনুষ্ঠান দেখা অবস্থায় দেখতে পেলে অভিভাবকদের সতর্ক করে দেওয়া হত। তবে এবার আর কোনো ছাড় দিতে রাজি না কিম প্রশাসন। ফলে অভিভাবকদের সন্তানদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, সরকারের পক্ষ থেকে অভিভাবকদের সন্তানকে সমাজতন্ত্রে দীক্ষা দিতে বলা হয়েছে। অন্যথায় শিশুরা পুঁজিবাদের নাচ-গানের ভোক্তা হবে বলে আশঙ্কা করছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, দেশের যুবকদের মধ্যে দক্ষিণ কোরিয়ার পপ সংস্কৃতির বিস্তার রোধ করার সর্বশেষ ব্যবস্থা এটি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই কিম জং উন দেশটিতে তার মেয়ের নামে না রাখার ফরমান জারি করেন। সে সময় যাদের নামের সঙ্গে তার মেয়ের নাম মিলে যায়, তাদের পাল্টে রাখার নির্দেশ দেওয়া হয়।
এম.কে
০২ মার্চ ২০২৩

আরো পড়ুন

সৌদি আরবে অনেক খালি জায়গা আছে, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করুকঃ নেতানিয়াহু

বয়স ১৮ এর কম হলে দিনে এক ঘন্টার জন্য টিকটক

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে হিমসিম খাচ্ছে কনজারভেটিভ সরকার