উত্তর ইংল্যান্ডের নর্থাম্বারল্যান্ডের অ্যাশিংটনে বসবাসরত ক্রিস্টোফার ওয়েড গত তিন বছর ধরে স্ত্রী ও দুই বছর বয়সী কন্যাসন্তান থেকে হাজার মাইল দূরে কানাডায় আলাদা হয়ে আছেন—শুধুমাত্র ভিসা খরচ জোগাতে না পারার কারণে।
ওয়েডের দুই বছরের মেয়ে লায়লা ব্রিটিশ নাগরিক হলেও, তার স্ত্রী জোসিয়ান চারলেবোয়া যুক্তরাজ্যে আসতে হলে প্রায় ৪,৫০০ পাউন্ডের বেশি ফি এবং এনএইচএস সারচার্জ পরিশোধ করতে হয়। সুপারমার্কেটের ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করা ওয়েড বলেন, এই অর্থ জোগাড় করা তাঁর পক্ষে অসম্ভব।
ওয়েড ও তার স্ত্রী আর্থিক অক্ষমতার কারণে ভিসা ফি মওকুফের জন্য আবেদন করেছিলেন, তবে হোম অফিস সেই আবেদন প্রত্যাখ্যান করে। তাদের আইনজীবী ক্রিস বয়েল জানান, এই প্রত্যাখ্যানটি অন্যায়ভাবে করা হয়েছে।
বয়েল, যিনি নর্থ ইস্ট ল’ সেন্টারের পক্ষে বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা দিচ্ছেন, বলেন—সরকারি নির্দেশনায় বলা আছে, আবেদনকারী ফি বহন করতে অক্ষম হলে মওকুফের সুযোগ দেওয়ার কথা। “তারা ৪৭টি নথি জমা দিয়েছিলেন, যেখানে স্পষ্টভাবে তাদের আয় ও ব্যয়ের হিসাব দেখানো হয়েছে। এতে বোঝা যায়, তাদের হাতে কোনো অতিরিক্ত £৪,৫২৬ ছিল না,” বলেন তিনি।
ক্রিস্টোফার ওয়েডের সঙ্গে জোসিয়ান চারলেবোয়ার পরিচয় হয় কানাডায়। ২০২২ সালে তারা বিয়ে করেন। গর্ভধারণের পর তারা যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার পরিকল্পনা নেন, কারণ ওয়েডের পরিবারের সদস্যরা এখানে রয়েছেন এবং শিশুর যত্নে সহায়তা করতে পারতেন। কিন্তু আগের ঋণ ও শিশুর ডে-কেয়ার খরচের কারণে তাদের পক্ষে ভিসা ফি জমা দেওয়া অসম্ভব হয়ে পড়ে।
চারলেবোয়া বলেন, পরিবারের সাহায্য ছাড়া কানাডায় একা সন্তান লালন-পালন করা মানসিকভাবে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। “প্রতিবার লায়লা অসুস্থ হলে আমাকে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে হয়, এতে চাকরিও ঝুঁকিতে পড়ে,” বলেন তিনি।
অন্যদিকে ওয়েড জানান, তিনি কানাডায় গিয়ে থাকতেও পারছেন না, কারণ তার ঋণ শোধ করতে এবং স্ত্রীর জন্য কিছু টাকা পাঠাতে তাঁকে কাজ চালিয়ে যেতে হচ্ছে। তার কর্মক্ষেত্রে ছুটি পাওয়া কঠিন, ফলে মেয়েকে দেখার সুযোগও মেলে না।
“আমি মেয়ের জন্ম থেকে এখন পর্যন্ত একসঙ্গে বড়দিনও কাটাতে পারিনি,” বলেন ওয়েড। “মানসিকভাবে আমি ভেঙে পড়ছি। প্রতিদিন মনে হয়, আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় আমি হারিয়ে ফেলছি মেয়ের কাছ থেকে দূরে থেকে।”
হোম অফিস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বলে জানা যায় ।
সূত্রঃ বিবিসি
এম.কে
১৯ অক্টোবর ২০২৫