14.9 C
London
April 19, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভূমিকম্পের জন্য সমকামীদের দায়ী করলেন ইহুদি ধর্মগুরু

ভূমিকম্পের জন্য সমকামীদের দায়ী করেছেন জেরুজালেমে সেফার্ডিক ইহুদিদের প্রধান রাব্বি শ্লোমো আমর। তিনি তার সাপ্তাহিক ভাষণে অনুসারীদের উদ্দেশ্যে এই বার্তা দেন।

এই ইহুদি ধর্মগুরু বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে সম্প্রতি যে ছোট বড় ভূমিকম্প হচ্ছে তার আসল কারণ সমকামীদের স্বাধীনতা দেয়া।

এর আগেও সমকামীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন আমর।

উল্লেখ্য, ২০১৬ সালে এক বিবৃতিতে সমকামীদেরকে ‘ঘৃণিত দল’ বলে আখ্যায়িত করেছিলেন শ্লোমো আমর। তিনি তখন জোর দিয়েছিলেন যে, ইহুদি আইন অনুসারে সমকামীদের মৃত্যুদণ্ড হওয়া উচিত।

এম.কে
০১ মার্চ ২০২৩

আরো পড়ুন

নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় মার্কিন যৌথ বাহিনীর অভিযান

কেনিয়ায় মানুষের মল দিয়ে তৈরি হচ্ছে জ্বালানি

দিনের বেলায় অল্প ঘুম কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে