TV3 BANGLA
আন্তর্জাতিক

মণিপুরের ঘটনায় শিউরে উঠেছেন অক্ষয় কুমার

এবার বলিউড অভিনেতা অক্ষয় কুমার মণিপুরে দুই নারীকে নগ্ন করে ক্যামেরার সামনে হাঁটানোর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি রীতিমতো এই দৃশ্য দেখে ‘শিউরে’ উঠেছেন। বৃহস্পতিবার সকালে এক টুইটে তিনি এ কথা লেখেন।

অক্ষয় বলেন, বিবস্ত্র করে তাদের ক্যামেরার সামনে হাঁটানোর দৃশ্য দেখে আমি ‘শিউরে’ উঠেছি।
এ ঘটনায় জড়িত অপরাধীদের এমন শাস্তি হোক যাতে এমন রোমহর্ষক ঘটনার চিন্তাও কেউ কখনও না করে।
এর আগে, বুধবার ভারতের মণিপুরে দুই নারীকে নগ্ন করে ক্যামেরার সামনে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাদের একটি মাঠে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে সেখানকার আদিবাসী একটি সংগঠন।

উল্লেখ্য, গত ৪ মে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় এ ঘটনাটি ঘটে।
ঘটনাটি নিয়ে ভারতজুড়ে ব্যাপক নিন্দা চলছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি উঠেছে।

এম.কে
২০ জুলাই ২০২৩

আরো পড়ুন

আসাদের পতন পাল্টে দেবে মধ্যপ্রাচ্যের রাজনীতি

বৃটিশ সুপারমার্কেটে মাংস নিয়ে জালিয়াতি

নিউজ ডেস্ক

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৬০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার