22.5 C
London
July 17, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

মণিপুরের ঘটনায় শিউরে উঠেছেন অক্ষয় কুমার

এবার বলিউড অভিনেতা অক্ষয় কুমার মণিপুরে দুই নারীকে নগ্ন করে ক্যামেরার সামনে হাঁটানোর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি রীতিমতো এই দৃশ্য দেখে ‘শিউরে’ উঠেছেন। বৃহস্পতিবার সকালে এক টুইটে তিনি এ কথা লেখেন।

অক্ষয় বলেন, বিবস্ত্র করে তাদের ক্যামেরার সামনে হাঁটানোর দৃশ্য দেখে আমি ‘শিউরে’ উঠেছি।
এ ঘটনায় জড়িত অপরাধীদের এমন শাস্তি হোক যাতে এমন রোমহর্ষক ঘটনার চিন্তাও কেউ কখনও না করে।
এর আগে, বুধবার ভারতের মণিপুরে দুই নারীকে নগ্ন করে ক্যামেরার সামনে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাদের একটি মাঠে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে সেখানকার আদিবাসী একটি সংগঠন।

উল্লেখ্য, গত ৪ মে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় এ ঘটনাটি ঘটে।
ঘটনাটি নিয়ে ভারতজুড়ে ব্যাপক নিন্দা চলছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি উঠেছে।

এম.কে
২০ জুলাই ২০২৩

আরো পড়ুন

এক্সকে চীনা অ্যাপ উইচ্যাটের আদল দিচ্ছেন এলন মাস্ক

পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে রাশিয়া

ব্রিটিশ রাজনীতিতে ফিলিস্তিনপন্থী পাঁচ স্বতন্ত্র এমপির উত্থানঃ পুরনো ব্যবস্থায় বড় চ্যালেঞ্জ