16.3 C
London
July 16, 2025
TV3 BANGLA
মধ্যপ্রাচ্যশীর্ষ খবর

মদিনায় মিলল বিপুল সোনার খনি

সৌদি আরবের মদিনার দুটি এলাকায় বিপুল পরিমাণে তামা ও সোনার মজুত পাওয়া গেছে। এক টুইটার পোস্টে সৌদি জিওলজিক্যাল সার্ভে বলেছে, মদিনার আবা আল রাহা এলাকায় সোনার খনি পাওয়া গেছে। ওয়াদি আল ফারা এলাকায় পাওয়া গেছে তামার খনি।

 

ভূতাত্ত্বিক জরিপ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘আমাদের আবিষ্কৃত খনিগুলোর মাধ্যমে আমরা বিশ্ববাসীর কাছে আরো প্রতিশ্রুতিবদ্ধ বিনিয়োগের সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছি। ’ আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, খনিগুলো এখন স্থানীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণ করবে এবং বিনিময়ে সৌদি আরবের জাতীয় অর্থনীতির বিকাশে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমান, সদ্য-আবিষ্কৃত খনিগুলোতে ৫৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করা হবে এবং প্রায় চার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। বিশ্লেষকরা বলেছেন, নতুন আবিষ্কারগুলো সৌদি খনিশিল্পে একটি গুণগত পরিবর্তন যোগ করবে এবং প্রতিশ্রুতিবদ্ধ বিনিয়োগের সম্ভাবনা আরো উন্মুক্ত করবে।

 

২৮ সেপ্টেম্বর ২০২২
এনএইচ

আরো পড়ুন

সৌদিতে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ভয়াবহ বন্যা, জরুরি অবস্থা জারি

সৌদিতে প্রবাসী শ্রমিকদের জন্য নতুন আইন বাস্তবায়ন