মরক্কোর গভীর একটি কূপে পড়ে যাওয়া শিশু রায়ানকে উদ্ধারের প্রাণপণ শনিবার (৫ জানুয়ারি) চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ৫ বছর বয়সী সেই ছেলেটির কাছে পৌঁছানোর জন্য শুক্রবার রাতভর কাজ করেন উদ্ধারকর্মীরা।
রায়ান নামের শিশুটি চার দিন আগে কূপের সরু গর্তের মধ্য দিয়ে ১০৫ ফুট নিচে পড়ে যায়। তখন থেকেই তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। শিশুটিকে জীবিত উদ্ধারের এ প্রচেষ্টার শেষ অবস্থা দেখতে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে সারা মরোক্কান জাতি।
please don't forget to include Rayan in your ad'iyah today, he's a 5 year old who fell into a well in morocco 3 days ago and they've been trying to save him since then 🙁 i cant imagine how traumatic this must be for him and his family :(( pic.twitter.com/GfCBkZIvp0
— 🍒 (@atayconnoisseur) February 4, 2022
হাজার হাজার মানুষ জড়ো হয়েছে ঘটনাস্থলে। শুক্রবার বিকেলেই উদ্ধার অভিযানের অন্যতম নেতা আবদেসালাম মাকৌদি বলেন, ‘আমরা জায়গা মতো পৌঁছে গিয়েছি প্রায়। তিন দিন ধরে অবিরাম কাজ করছি আমরা। ক্লান্তি চলে আসছে। কিন্তু পুরো উদ্ধারকারী দল ধৈর্য ধরে লেগে আছে। ’
Morocco rescuers delve into 100-foot well in effort to save trapped boy https://t.co/X96FREGiE5 pic.twitter.com/FIGo7T5xT5
— New York Post (@nypost) February 3, 2022
ঘটনাটি ঘটেছে মরক্কোর উত্তরাঞ্চলীয় শহর তামোরোতে। এর চারপাশের রাস্তাগুলোতে প্রচুর গাড়ি এবং বাস থেমে আছে। সেখানে জড়ো হয়েছে হাজারো মানুষ। তারা উদ্ধারকারীদের উল্লাসধ্বনি দিয়ে উৎসাহিত করছে। শিশুটিকে বাঁচাতে পারলে তা একটি অনন্য নজির হিসেবে উপস্থাপিত হবে।
৫ জানুয়ারি ২০২২
এনএইচ