4 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাকি বিশ্ব

মসজিদের ভেতরে ঢুকে মারব, ফের ঘৃণা ভাষণ বিজেপি বিধায়কের

মসজিদে ঢুকে মুসলিমদের ‘খুঁজে খুঁজে’ মারার হুমকি দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক নীতীশ রানে। প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে এমন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে দুটি মামলা করেছে আহমদনগর পুলিশ। একরকম বাধ্য হয়েই এই ব্যবস্থা নিয়েছে পুলিশ।

ভারতীয় পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘নীতেশ রানের বিরুদ্ধে মুম্বাই থেকে প্রায় ২৬০ কিলোমিটার দূরে শ্রীরামপুর ও তোপখানা থানায় অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে’।

প্রসঙ্গত, ইসলাম এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে গত মাস থেকেই উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছে রামগিরি মহারাজ। এ নিয়ে রাজ্যজুড়ে তীব্র উত্তেজনা তৈরি হয়।
শুক্রবার আহমেদনগরে রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় নীতেশ রানে বলেন, “রামগিরি মহারাজের বিরুদ্ধে কোনো কথা বললে মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের মারব। এটা মাথায় রেখো।”

এদিকে আসাদউদ্দিন ওয়াইসির দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) গোটা ইস্যুতে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। দলটির নেতা ইমতিয়াজ জলিল বলেন, “রামগিরি মাহারাজের মন্তব্য একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

দলের মুখপাত্র ওয়ারিশ পাঠান বলেন, “আহমেদনগরে বিজেপি বিধায়ক নীতেশ রানে প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন যে মসজিদে ঢুকে এক এক করে মুসলিমদের মারবেন। প্রকাশ্য সভায় তিনি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন। বিধানসভা ভোটের আগে বিজেপি মহারাষ্ট্রের সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে। এফআইআরের ভিত্তিতে রানেকে দ্রুত পুলিশ হেফাজতে নেওয়া উচিত।”

এম.কে
০৪ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ২৬ লাখ

মালয়েশিয়ায় ১৯১ বাংলাদেশিসহ আটক ২৬৯

অনলাইন ডেস্ক

টুইটার এখন সম্পূর্ণরূপে এক্স হয়েছে, নিশ্চিত করলেন ইলন মাস্ক