6 C
London
January 20, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

মহানবী (সা.)-কে অবমাননার দায়ে পপ তারকার মৃত্যুদণ্ড

মহানবী (সা.)-কে অবমাননার দায়ে ‘তাতালু’ নামে পরিচিত ইরানের জনপ্রিয় গায়ক আমির হোসেন মাগসুদলুকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ধর্ম অবমাননাসহ বিভিন্ন অপরাধে পূর্ববর্তী পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট প্রসিকিউটরের আপত্তি মেনে নিয়েছে দেশটির আদালত।

এতে বলা হয়েছে, মামলাটি পুনরায় খোলা হয়েছে। সেই সাথে আসামী ‘তাতালু’-কে মহানবী (সা.)-কে অবমাননার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, রায়টি চূড়ান্ত নয় এবং চাইলে এখনও আপিল করা যেতে পারে।

উল্লেখ্য, ৩৭ বছর বয়সী এই সঙ্গীতশিল্পী ২০১৮ সাল থেকে ইস্তাম্বুলে বসবাস করছিলেন। তারপর থেকে ২০২৩ সালের ডিসেম্বরে তুর্কি পুলিশ তাকে ইরানের কাছে হস্তান্তর করে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২০ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব ট্রাম্পের

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় হার্ভার্ডের ১৩ শিক্ষার্থীর ডিগ্রি স্থগিত

যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসে কর্মকর্তার রহস্যজনক মৃত্যু