4 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

মহামারির মধ্যেও যুক্তরাজ্যে হুহু করে বাড়ছে বাড়ির দাম

রাইটমভের ওয়েবসাইট পরিসংখ্যান অনুসারে যুক্তরাজ্যের সম্পত্তি বাজারে আসা বাড়ির গড় দাম মে মাসে দশ মিলিয়ন পাউন্ডের উপরে পৌঁছেছে। গত মাসের গড় মূল্য থেকে বাড়ির দাম ১.৮ শতাংশ বা ৫ হাজার ৭৬৭ পাউন্ড বেড়েছে।

 

ওয়েবসাইটটি জানিয়েছে, গত বছরে শুরু হওয়া বাড়ির দাম বৃদ্ধি ২০২১ অবধি অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এই বৃদ্ধিটি স্ট্যাম্প ডিউটি হলিডের প্রভাবে হচ্ছে। আবাসিক সম্পত্তি ক্রয়ের প্রথম ৫০ হাজার পাউন্ডের উপর একটি কর অব্যাহতি রয়েছে। ২০২০ সালের 8 জুলাই চালু হওয়া স্ট্যাম্প ডিউটি হলিডে এ বছেরের ৩০ সেপ্টেম্বর শেষ হতে চলেছে।

 

রাইটমভ বলছে, লন্ডনের তুলনায় ওয়েলস এবং ইংল্যান্ডের উত্তর-পশ্চিমে বাড়ির দাম সবচেয়ে বেশি বেড়েছে।

 

রাইটমভের ওয়েবসাইট ডেটা ডিরেক্টর টিম ব্যানিস্টার বলেন, মহামারি চলাকালীন সময়ে লোকেরা তাদের জীবনযাত্রাকে পরিবর্তন করছে বলে বড় বড় বাড়ির চাহিদাও বেড়ে গেছে। তিনি বলেন, ক্রেতাদের মধ্যে বেশি অর্থ প্রদানের ইচ্ছা এবং ক্ষমতা উভয়ই আছে।

 

তবে বিশ্লেষকরা বলেছেন, স্ট্যাম্প ডিউটি হলিডে শেষ হওয়ার পরে এবং চ্যালেঞ্জিং অর্থনৈতিক অবস্থার কারণে সম্ভাব্য ক্রেতারা বাড়ি কেনায় কম আগ্রহী হয়ে উঠবেন।

 

সূত্র: দা গার্ডিয়ান
১৭ মে ২০২১
এসএফ

আরো পড়ুন

পাবলিক ট্রান্সপোর্টে মাস্ক না পরলে ২০০ পাউন্ড জরিমানা!

মিয়ানমারের জেনারেলদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

৫০০ কোটির বেশি মানুষ স্যোশাল মিডিয়ায় সক্রিয়