ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রকাশ্য নাচের প্রদর্শন ও ব্যক্তিগত ভঙ্গিমা নিয়ে বিরক্তি থেকেই দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প—এমন দাবি করেছে একাধিক মার্কিন গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, বিষয়টি শুরুতে তুচ্ছ মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের জন্য বিরক্তির কারণ হয়ে ওঠে।
ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানানো হয়, হোয়াইট হাউসে ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় তিনি মন্তব্য করেন—“কোনো বিকল্প পরিকল্পনা ছাড়াই একটি শাসনব্যবস্থা উড়িয়ে দেওয়ার চেয়ে নিয়ন্ত্রণ নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া সম্ভবত সঠিক সিদ্ধান্ত।” এই বক্তব্যের মাধ্যমে ভেনেজুয়েলা বিষয়ে তার কৌশলগত অবস্থান স্পষ্ট হয়।
একই সময়ে ট্রাম্প নিকোলাস মাদুরোকে কটাক্ষ করে বলেন, “ও আমার নাচ অনুকরণ করার চেষ্টা করে।” এই মন্তব্যটি মার্কিন রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করে এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টের আচরণ নিয়ে ট্রাম্প প্রশাসনের অসন্তোষের ইঙ্গিত দেয়।
ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ–এর এক প্রতিবেদনে দাবি করা হয়, ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত আলাপে বলেন—তার স্ত্রী বারবার তাকে জানিয়েছেন যে মাদুরো তার নাচের অনুকরণ করছেন। এই বিষয়টি শুনে তিনি ক্রমশ বিরক্ত বোধ করতে থাকেন এবং একপর্যায়ে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের দৃষ্টিতে মাদুরোর এসব প্রকাশ্য আচরণ কেবল কূটনৈতিক শালীনতার পরিপন্থী নয়, বরং তা যুক্তরাষ্ট্রের প্রতি এক ধরনের উপহাস হিসেবেও বিবেচিত হয়। ফলে ভেনেজুয়েলা ইস্যুতে তার অবস্থান আরও কঠোর হয়ে ওঠে।
বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্প প্রশাসনের নীতিতে ব্যক্তিগত বিরক্তি ও কৌশলগত হিসাব—এই দুইয়ের মিশ্রণ স্পষ্ট। একদিকে শাসন পরিবর্তনের ঝুঁকি, অন্যদিকে অঞ্চলটিতে নিয়ন্ত্রণ বজায় রাখার লক্ষ্য—এই ভারসাম্যের মধ্যেই নেওয়া হয় আলোচিত এই সিদ্ধান্ত।
তবে এসব দাবি নিয়ে হোয়াইট হাউস বা ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবুও আন্তর্জাতিক রাজনীতিতে ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্পের ভূমিকা ও বক্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
সূত্রঃ দ্য টেলিগ্রাফ
এম.কে

