18.2 C
London
May 9, 2025
TV3 BANGLA
আমেরিকাবাংলাদেশ

মার্কিন দূতাবাসের জরুরি নন, এমন কর্মীদের চলে যাওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘জরুরি নন’, এমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় বাংলাদেশ ছেড়ে যাওয়ার বিষয়টিতে যুক্তরাষ্ট্র অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।

গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ম্যাথু মিলার এ তথ্য জানান।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। শিক্ষার্থীদের রক্ষায় যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট করে কী পদক্ষেপ নিচ্ছে?

জবাবে মুখপাত্র বলেন, ‘প্রথমেই বলছি, বাংলাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা আগেই আমাদের উদ্বেগের কথা পরিষ্কারভাবে জানিয়েছি। ঢাকায় আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব বিকল্প পর্যালোচনা করছি। সেখানকার মার্কিন দূতাবাসের জরুরি নন, এমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় সে দেশ ত্যাগ করার বিষয়টি আমরা অনুমোদন করেছি।’

ম্যাথু মিলার আরও বলেন, ‘বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের কনস্যুলার ও অন্যান্য সেবা দিতে দূতাবাস খোলা রয়েছে। যেকোনো মার্কিন নাগরিককে নিরাপত্তা ও সুরক্ষা দেওয়া আমাদের কাছে অবশ্যই প্রথম অগ্রাধিকারের বিষয়। যেকোনো মার্কিনই তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে চিন্তিত, উদ্বিগ্ন; তাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা উৎসাহিত করছি।’

এম.কে
২৫ জুলাই ২০২৪

আরো পড়ুন

আওয়ামীলীগকে ১০০ কোটি টাকা চাঁদা না দেয়ায় চালু হয়নি প্রবাসীদের হাতে গড়া ইউনাইটেড এয়ার

অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে যা বলল জাতিসংঘ

সাবেক মন্ত্রী শাজাহান খান গ্রেফতার