24.5 C
London
August 13, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

মার্কিন শুল্ক বৃদ্ধি, অচল ভারতের রপ্তানি খাত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক বৃদ্ধির ফলে ভারতের রপ্তানি খাত গভীর সংকটে পড়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে যায়, তাহলে বর্তমানে বিদ্যমান ২৫ শতাংশ আমদানি শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করা হবে। এর লক্ষ্য রাশিয়ার সামরিক কার্যক্রমে অর্থ জোগান বন্ধ করা।

এখনকার হিসাবে, ভারত তার প্রায় এক-তৃতীয়াংশ অপরিশোধিত তেলের জোগান আসে রাশিয়া থেকে।

ট্রাম্পের নির্দেশ অনুযায়ী, ২৭ আগস্টের মধ্যে বিকল্প সরবরাহ খুঁজে না পেলে শুল্কবৃদ্ধি কার্যকর হবে।

অর্থনীতিবিদ গারিমা কাপুর (এলারা সিকিউরিটিজ) বলেন, ৫০ শতাংশ শুল্কে ভারতের কোনো পণ্যই প্রতিযোগিতায় টিকতে পারবে না।

২০২৪ সালে ভারত যুক্তরাষ্ট্রে প্রায় ৮৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল। শুল্ক বৃদ্ধির আঘাত পড়তে পারে রত্ন-গহনা, বস্ত্র এবং সামুদ্রিক খাদ্যের মতো কম লাভজনক ও শ্রমনির্ভর খাতে।

গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের হিসাব, পোশাক খাতে মার্কিন বাজারে বিক্রি প্রায় ৬০ শতাংশ কমে যেতে পারে।

বড় রপ্তানিকারকরা ইতিমধ্যেই আগস্টের সময়সীমার আগে যতটা সম্ভব পণ্য পাঠানোর চেষ্টা করছেন। ক্রিয়েটিভ গ্রুপের চেয়ারম্যান বিজয় কুমার আগরওয়াল বলেন, যতটা সম্ভব শিপমেন্ট এগিয়ে দিচ্ছি, কিন্তু এটা সমস্যার সমাধান নয়। তার প্রতিষ্ঠানের ৮০ শতাংশ রপ্তানি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর।

এই পথ বন্ধ হলে ১৫-১৬ হাজার কর্মীর জীবিকা হুমকির মুখে ফেলতে পারে।

গার্মেন্টস জায়ান্ট পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজ ও গোকুলদাস এক্সপোর্টস ইতিমধ্যে ভিয়েতনাম, বাংলাদেশ, ইথিওপিয়া ও কেনিয়ার মতো কম শুল্কযুক্ত দেশে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে।

ভারতের রত্ন ও গহনা খাত বছরে ১০ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি করে এবং লাখ লাখ কর্মসংস্থান তৈরি করে। এখন সেই খাতও কার্যত স্থবির। ডি. নবীচন্দ্র এক্সপোর্টসের আজেশ মেহতা বলেন, নতুন অর্ডার স্থগিত।

দেড় থেকে ২ লাখ কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন।

সামুদ্রিক খাদ্য রপ্তানিকারকরাও বড় আঘাতের মুখে। বেবি মেরিন গ্রুপের অংশীদার অ্যালেক্স নিনান জানান, আমরা এখন চীন, জাপান ও রাশিয়ার মতো বিকল্প বাজার খুঁজছি, কিন্তু নতুন বাজার তৈরি করা একদিনের কাজ নয়।

মুডিস সতর্ক করে বলেছে, শুল্ক ফারাক বাড়তে থাকলে ভারতের সাম্প্রতিক বিনিয়োগ আকর্ষণের সাফল্যও উল্টে যেতে পারে। বর্তমানে সমাধান নির্ভর করছে আন্তর্জাতিক কূটনীতির ওপর যেখানে ব্যবসায়ীদের তেমন কোনো প্রভাব নেই।

সূত্রঃ এএফপি

এম.কে
১৩ আগস্ট ২০২৫

আরো পড়ুন

ভারতকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করতে সম্মত ৩ ‘মোড়ল’

ইসরায়েলেকে স্বীকৃতি দিচ্ছে সিরিয়া, ‘গোপন প্রতিশ্রুতি’ প্রেসিডেন্টেরঃ মিডিল ইস্ট মনিটির

মিয়ানমারের জান্তামুক্ত এলাকায় ঐক্য সরকারের কার্যক্রম শুরু