TV3 BANGLA
Uncategorized

মালয়েশিয়ায় যে ৪টি সেক্টরে বৈধ হতে পারবেন বাংলাদেশিরা

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত ৪ খাতের কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। বাংলাদেশসহ ১৫টি দেশের নাগরিকরা (সাধারণ কর্মী) এই সুযোগ নিতে পারবেন।

আগামী ১৬ নভেম্বর থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত এই বৈধকরণ প্রক্রিয়া চলবে। শনিবার (১৪ নভেম্বর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, মালয়েশিয়া সরকার অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশসহ ১৫টি দেশের সাধারণ কর্মীদের ‘পুনরুদ্ধার কর্মসূচি’ ঘোষণা করেছে। যে চার ৪ খাতে কর্মরতদের বৈধতা দেওয়া হবে সেগুলো হলো- কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, প্লান্টেশন ও অ্যাগ্রিকালচার সেক্টর।

বৈধ হওয়ার এই কর্মসূচির জন্য কোনো এজেন্ট বা ভেন্ডর নেই। শুধু নিয়োগকর্তা বা কোম্পানিকে অবৈধ কর্মীদের নামসহ সরাসরি ইমিগ্রেশনে আবেদন করতে হবে। কোম্পানি ছাড়া অন্য কারো মাধ্যমে বা নিজে নিজে ইমিগ্রেশনে গিয়ে বৈধ হওয়া যাবে না। আবেদন করতে হবে rekalibrasi@imi.gov.my ইমেইলে।

নিউজ ডেস্ক

১৪ নভেম্বর ২০২০
এনএইচ

আরো পড়ুন

অবৈধ অভিবাসীদের জন্য এখন আমাদের করনীয় কি ? What should we do for illegal immigrants?

২১ বছর যুক্তরাজ্যে বসবাস করেও আটক পপর্তুগীজ ফন্টুরা, কাজের অধিকার বাতিল

ইতিহাসে প্রথবারের মতো আন্তর্জাতিক আঙ্গিকে বাউল শাহ আবদুল করিমকে স্মরণ

অনলাইন ডেস্ক