TV3 BANGLA
Uncategorized

মাসব্যাপী লকডাউনের ঘোষণা আসছে যুক্তরাজ্যে

যুক্তরাজ্যে এবার মাসব্যাপী লকডাউনের ঘোষণা দিতে চলেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

বিবিসির খবরে বলা হয়, যুক্তরাজ্যে দ্বিতীয় বারের মতো এই জাতীয় লকডাউন আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে কার্যকর হতে পারে। এটি ২ ডিসেম্বর পর্যন্ত স্থায়ী হবে বলে বিবিসির রাজনৈতিক সংবাদদাতা নিক এয়ারডলে জানিয়েছেন।

লকডাউনটিতে ভ্রমণের ক্ষেত্রেও বিধিনিষেধ থাকবে বলে আশা করা হচ্ছে। কিন্তু স্কুল-কলেজ লকডাউনেও খোলা থাকবে।

ব্রিটে‌নের বি‌ভিন্ন সংস্থা গত ক‌য়েক সপ্তাহ ধ‌রেই দেশজু‌ড়ে দ্বিতীয় লকডাউনের দাবি জা‌নি‌য়ে আসছে। কিন্তু সরকার দে‌শের অর্থনী‌তির কথা ভেবে পু‌রো দেশে লকডাউন না দেওয়ার পক্ষে ছিলেন।

তবে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণের বাইরে চ‌লে যাওয়ার আশঙ্কায় সোমবার থেকে আবার লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রথমবারের তুলনায় করোনার দ্বিতীয় তর‌ঙ্গে বেশি সংখ্যক মানুষের প্রাণহানি ঘটছে।

সূত্র:বিবিসি
৩১ অক্টোবর ২০২০
এসএফ / এনএইচ

আরো পড়ুন

Accounting advice – Mahbub Murshed and Nashit Rahman

করোনা প্যানডেমিক শেষ হতে দুই বছর লাগতে পারে: ডাব্লিউএইচও

অনলাইন ডেস্ক

মহামারী মোকাবেলায় বিএনপি আসলে কী করছে? BNP’s ROLE TO ADDRESS CORONA PANDEMIC