8.6 C
London
November 17, 2024
TV3 BANGLA
ফিচারশীর্ষ খবর

মৃত ব্যক্তির হয়ে কথা বলবে অ্যালেক্সা!

মৃতদের কণ্ঠ দিয়ে কথা বলা শুরু করতে সক্ষম হবে অ্যালেক্সা, জানিয়েহে অ্যামাজন।

 

সংস্থাটি বলেছে, তাদের এই ভয়েস সহকারী ডিভাইসটি মৃত ব্যক্তিদের চ্যানেল করতে এবং তাদের মতো কথা বলতে সক্ষম হবে। আর এই ফিচারটি সামনের একটি আপডেটে আসবে।

 

অ্যামাজন উল্লেখ করেছে যে আলেক্সাকে এভাবে কথা বললে প্রিয়জন হারানোর যন্ত্রণা দূর না হলেও নতুন আলেক্সা ভয়েসগুলি লোকেদের স্মৃতিকে দীর্ঘস্থায়ী করবে। মহামারি এই সত্যটির দিকে ইঙ্গিত করে যে, আমাদের মধ্যে অনেকেই ভালোবাসার মানুষকে হারিয়েছি।

 

বৈশিষ্ট্যটি সিস্টেমে ফিডের জন্য রেকর্ড করা অডিও মাত্র এক মিনিটের প্রয়োজন। সেই রেকর্ডিংটিকে পুরো ভয়েস তৈরি করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা. অ্যালেক্সা এআই-এর অ্যামাজনের প্রধান বিজ্ঞানী রোহিত প্রসাদ একটি ঘোষণায় এ কথা বলেছেন।

 

২৩ জুন ২০২২
এনএইচ

আরো পড়ুন

হোম অফিসকে যেভাবে আনন্দময় করে তুলতে পারবেন

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের স্কুলগুলোতে দায়িত্বরত প্রায় হাজার খানেক পুলিশ সদস্য

মাসব্যাপী লকডাউনে প্যারিস