17 C
London
July 30, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

মোদির শাসনামলে উন্নত জীবনের আশা হারিয়ে ফেলছেন ভারতীয়রাঃ জরিপ

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় সময়ই দাবি করে থাকেন, বিশ্বের দরবারে ভারত অন্য এক জায়গায় পৌঁছে গেছে। যে কোনো সময়ের চেয়ে ভারতীয়রা এখন ভালো আছেন। তবে সি-ভোটার নামের একটি সংস্থার জরিপ বলছে ভিন্ন কথা। ভারতীয়রা জানাচ্ছেন, তারা আসলে হতাশ। আর মোদির শাসনামলে তাদের জীবনমানের উন্নতি হবে, এমন সম্ভাবনাও তারা দেখেন না। মূলত বেতন বৃদ্ধি না হওয়া এবং দিন দিন জিনিসপত্রের দাম বাড়ায় তারা নিরাশ-হতাশ। আর এই হতাশাগ্রস্তের সংখ্যা দিন দিন বাড়ছে।

সি-ভোটার জানিয়েছে, তারা বিভিন্ন রাজ্যের ৫ হাজার ২৬৯ জন প্রাপ্ত বয়স্ক মানুষের ওপর এই ‘বাজেটপূর্ব’ জরিপ চালিয়েছে। এরমধ্যে ৩৭ শতাংশ বলেছে, আগামী এক বছরে সাধারণ মানুষের জীবনমান আরও কমবে।

২০১৩ সালের পর এবার এত সংখ্যক মানুষ জীবনমান কমার কথা বলেছেন বলে জানিয়েছে সি-ভোটার। মোদি ২০১৪ সাল থেকে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

বার্তাসংস্থা রয়টার্স বলেছে, খাদ্যপণ্যের দাম অব্যাহতভাবে বাড়ায় ভারতীয়রা খরচ কমাতে বাধ্য হয়েছেন। সঙ্গে তাদের ক্রয়ক্ষমতাও কমেছে। আশঙ্কা করা হচ্ছে, বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির এই দেশের প্রবৃদ্ধি আগামী চার বছর সবচেয়ে ধীরগতিতে হবে।

জরিপে অংশ নেওয়া দুই-তৃতীয়াংশ মানুষ বলেছেন, ভারতে মূল্যস্ফীতির বিষয়টি চেক করা হয়নি এবং মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর জিনিসপত্রের দাম সবচেয়ে বেশি বেড়েছে। এছাড়া অর্ধেকেরও বেশি মানুষ জানিয়েছেন, মূল্যস্ফীতির মাত্রা তাদের জীবনমানকে বাধাগ্রস্ত করেছে।

সূত্রঃ রয়টার্স

এম.কে
০১ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

বিদেশি কর্মী নিতে প্রস্তুতি সম্পন্ন জাপানের, নিবে দশ লাখ কর্মী

শীঘ্রই আসছে পারমাণবিক ব্যাটারি, চার্জ ছাড়াই ফোন চলবে ৫০ বছর

সিরিয়ার উপকূল থেকে ইউটার্ন নিয়ে ‘অদৃশ্য হয়ে যায়’ আসাদের উড়োজাহাজ