13.2 C
London
October 14, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

মোদি সরকারের তালেবান তোষামোদ: জাভেদ আখতার বললেন, ‘লজ্জায় মাথা কাটা যাচ্ছে’

ভারতের কেন্দ্রীয় সরকার তালেবান প্রতিনিধিকে ‘রাজকীয় সংবর্ধনা’ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কবি ও গীতিকার জাভেদ আখতার। তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর ও তাকে ঘিরে সরকারি আপ্যায়নের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, “পৃথিবীর সবচেয়ে জঘন্য সন্ত্রাসবাদী গোষ্ঠীর প্রতিনিধিকে নিয়ে ভারত সরকার যে আদিখ্যেতা দেখিয়েছে, তাতে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে।”

আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি বর্তমানে ভারত সফরে রয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে। সফরের অংশ হিসেবে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন তিনি। যদিও ওই বৈঠকে দুই দেশের পতাকা অনুপস্থিত ছিল।

এ সফর ঘিরে বিতর্ক শুরু হয় গত শনিবার, যখন মুত্তাকির আয়োজিত এক সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ব্যাপক সমালোচনার মুখে পড়ে পরদিন নারী সাংবাদিকদের আলাদা করে আমন্ত্রণ জানানো হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে জাভেদ আখতার ক্ষোভ প্রকাশ করে লেখেন, “যারা সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে, তাদের এই দ্বিচারিতা দেখে মাথা হেঁট হয়ে যায়।” তিনি দারুল উলুম দেওবন্দকেও কটাক্ষ করে বলেন, “তালেবান নেতাকে তারা মাথায় তুলে নেচেছে, অথচ নারীদের শিক্ষা ও অধিকার নিয়ে তাদের অবস্থান নির্লজ্জ।”

নারী সাংবাদিকদের বাদ দিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন নিয়ে প্রশ্ন উঠলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফাই দিয়ে জানায়, ওই সংবাদ সম্মেলন হয়েছিল আফগান দূতাবাসে, যা ভিয়েনা কনভেনশনের আওতায় কূটনৈতিক নিরাপত্তার মধ্যে পড়ে। ভারত সরকারের তাতে সরাসরি হাত নেই।

তবে সমালোচনা থামেনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র ও পি চিদম্বরম ছাড়াও সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ড অব ইন্ডিয়া এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে। তাদের বক্তব্য, “ভারতের মাটিতে দাঁড়িয়ে কেউ লিঙ্গবৈষম্য করবে, আর সরকার চুপ করে থাকবে—এটা অনভিপ্রেত।”

ভারত সফরে থাকা মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতে বসবাসরত আফগান শিখ ও হিন্দু সম্প্রদায়ের এক প্রতিনিধিদল। তারা আফগানিস্তানে থাকা ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, দখল হওয়া সম্পত্তি ফেরত দেওয়া ও মাল্টিপল ভিসার দাবির পাশাপাশি আফগানিস্তানে ফিরে যাওয়ার বিষয়েও আলোচনা করেন।

মুত্তাকি তাদের দেশে ফিরে যেতে আহ্বান জানিয়ে বলেন, “নিজেদের ব্যবসা-বাণিজ্য আবার শুরু করুন, সরকার আপনাদের স্বাগত জানাবে।”

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১২ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

ভারতের হামলাকে লজ্জাজনক বললেন ট্রাম্প, গুতেরেসের উদ্বেগ

যে কারণে ৩০০ শিক্ষার্থীর ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

প্যালেস্টাইন রাষ্ট্র স্বীকৃতির জন্য জাতিসংঘে নেতৃত্বে সৌদি আরব ও ফ্রান্স