TV3 BANGLA
স্পোর্টস

ম্যানচেস্টার ইউনাইটেডের একাংশ বিক্রি, কিনলেন কে?

ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫ শতাংশ কিনে নিয়েছেন বৃটিশ ধনকুবের স্যার জিম র‍্যাটক্লিফ। ইংলিশ ক্লাবটির পক্ষ থেকে নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে।

অনেকদিন ধরেই ইউনাইটেডের শেয়ার কেনার চেষ্টা করছিলেন জিম। বেশ কয়েক দফায় প্রস্তাবও দেন তিনি। কিন্তু ইউনাইটেডের বর্তমান মালিক গ্লেজার পরিবার ‘অযৌক্তিক দাম’ চাওয়ায় এতদিন সফল হতে পারেননি। অবশেষে ইচ্ছা পূরণ হলো ৭১ বছর বয়সী এই বৃটিশ ধনকুবেরের।

এক্ষেত্রে ১২৫ কোটি পাউন্ড খরচ করতে হয়েছে জিমকে। ইউনাইটেডে ভবিষ্যতে আরও ২ কোটি ৩৬ লাখ পাউন্ড বিনিয়োগ করবেন তিনি। চুক্তি অনুযায়ী ক্লাব পরিচালনার নিয়ন্ত্রণ নেবে তার প্রতিষ্ঠান ইনেওস গ্রুপ লিমিটেড।

ম্যানচেস্টারে শহরেই জন্ম ধনকুবের জিম র‍্যাটক্লিফের। রাসায়নিক কোম্পানি ইনেওসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তিনি। ইনেওস বিশ্বের চতুর্থ শীর্ষ রাসায়নিক কোম্পানি।

ইউনাইটেডের একাংশ কেনার পর জিম র‍্যাটক্লিফ বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের বাণিজ্যিক সাফল্য নিশ্চিত করেছে। ক্লাবের সর্বোচ্চ পর্যায়ে ট্রফি জেতার জন্য তহবিল সবসময়ই আছে। সবাই মিলে ক্লাবকে সেখানে নিতে চাই, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেডের থাকা উচিত—ইংল্যান্ড, ইউরোপ ও বিশ্ব ফুটবলের একদম চূড়ায়।’

সূত্রঃ ম্যানচেস্টার ক্লাব

এম.কে
২৬ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

বাংলাদেশের সিরিজ জয়

শ্রীলঙ্কায় এলে সাকিবকে পাথর মারার হুমকি ম্যাথুসের ভাইয়ের

এবার আর্জেন্টিনার জালে জাপানের ৮ গোল