2.7 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

যাত্রা শুরু করল বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি থেকে প্রথম যাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী আইকন অব দ্য সিস। রোববার ২৮ জানুয়ারি মিয়ামির বন্দর ছাড়ে এটি।

১ হাজার ১৯৭ ফুট লম্বা দৈত্যাকার জাহাজটিতে ২০টি ডেক রয়েছে। যেগুলোতে একসঙ্গে থাকতে পারবেন ৭ হাজার ৬০০ যাত্রী। জাহাজটির মালিক হলো রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপ।

ক্যারিবিয়ান অঞ্চলের প্লব দ্বীপে সাতদিনের ভ্রমণে বেরিয়েছে আইকন অব দ্য সিস।

ফিনল্যান্ডের তুর্কুতে তৈরি এ জাহাজটিতে রয়েছে সাতটি সুইমিং পুল এবং ছয়টি ওয়াটার স্লাইড। এটি তৈরিতে খরচ হয়েছে ২ বিলিয়ন ডলার। জাহাজটির ভেতরে আধুনিক সব সুযোগ সুবিধাসহ রয়েছে ৪০টি রেস্তোরাঁ, বার এবং লাউঞ্জ।

পর্যটনখাতের ক্রমবর্ধমান একটি সেক্টর হলো এই প্রমোদতরী। বিশেষ করে তরুণ-তরুণীরা প্রমোদ ভ্রমণে বেশ আগ্রহ দেখাচ্ছেন।

প্রমোদতরী বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, ২০২১ সালে বৈশ্বিক অর্থনীতিতে এই শিল্প অবদান রেখেছেন ৭৫ বিলিয়ন ডলার।

গত বৃহস্পতিবার আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি জাহাজটির নামকরণ অনুষ্ঠানে যোগ দেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামির হয়ে খেলছেন তিনি। মেসি ছাড়াও তার দলের অন্যান্য সদস্যরাও জাহাজটিতে এসেছিলেন।

বিশালাকৃতির এ জাহাজটি চলবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে। পরিবেশবিদরা জাহাজটির মিথেন নির্গমন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। যদিও এলএনজি সাধারণভাবে ব্যবহৃত জাহাজের ফুয়েলের তুলনায় ভালো। তা সত্ত্বেও পরিবেশবিদরা আশঙ্কা করছেন, কিছু গ্যাস লিক হয়ে হয়ত সেগুলো মিথেন নির্গমন করবে।

সূত্রঃ বিবিসি

এম.কে
২৮ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

মাঙ্কিপক্স টিকার অনুমোদন দিল ডব্লিউএইচও

জার্মানিতে ওলাফ শলৎস সরকারের পতন

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে বন্ধ হলো টিকটকঃ এবার বাংলাদেশেও আসতে পারে নিষেধাজ্ঞা!