13 C
London
February 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যান্ত্রিক ত্রুটির কারণে লন্ডনের টাওয়ার ব্রিজে যান চলাচল বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে লন্ডনের টাওয়ার ব্রিজে সাময়িক ভাবে যাতায়াত বন্ধ করা হয়েছে।

 

জানা গেছে, সোমবার (৯ আগস্ট) দুপুরে ব্রিজের নিচ দিয়ে একটি জাহাজ চলাচলের জন্য ওই ব্রিজের অংশ খুলে দেওয়া হয়েছিল। এরপরই ঘটে অঘটন। ব্রিজের অংশ খুলে দেওয়ার পর ওপরের অংশটি আটকে যায়। এরপরই যান্ত্রিক গোলযোগের ফলে সেটি আর বন্ধ করা যায়নি।

 

যার ফলে লন্ডনের টাওয়ার ব্রিজের ওপর দিয়ে যান চলাচলসহ পথচারীদের যাতায়াতও বন্ধ হয়ে যায়। যার ফলে লন্ডন শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপরই লন্ডন পুলিশের তরফে টুইট করে শহরবাসীদের ওই ব্রিজ এড়িয়ে অন্য দিক দিয়ে যাতায়াতের আবেদন জানানো হয়।

লন্ডন টাওয়ার ব্রিজের কাজ শেষ হয়েছিল ১৮৯৪ সালে। ৭৮৭ ফুট দীর্ঘ এই ব্রিজের ওপরের অংশটি আগে বাষ্পশক্তির সাহায্যে খোলা আর বন্ধ করা হত। কিন্তু ১৯৭৬ সাল থেকে বিদ্যুৎচালিত শক্তির সাহায্যে করা হয়। গত এক বছর আগে এই ধরনের ত্রুটি হয়েছিল।

 

১১ আগস্ট ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

ইউরোপ অভিবাসনপ্রত্যাশীদের উপর বিদ্বেষমূলক আচরণের নিন্দা করলেন পোপ

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে রাখা আশ্রয়প্রার্থীদের চিকিৎসায় এমএসএফ

দুবাই এয়ারপোর্ট ব্যবস্থাপনায় বিরক্ত টাইগাররা